সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
বলা যেতে পারে, স্কি রিসর্ট হিসেবে এতদিন শুধুমাত্র গুলমার্গকেই বেছে নিতেন পর্যটকরা। এবার রাস্তা বন্ধ থাকলেও টানেল দিয়ে সোনমার্গে পৌঁছানো যাবে। কাজেই যে ট্যুর অপারেটররা এতদিন শীতকালীন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ডালি সাজিয়ে পর্যটকদের অপেক্ষায় হতাশ হয়ে বসে থাকতেন, তাঁদের মুখে ফুটল হাসি। স্কিপ্রেমী মহম্মদ ইমরান বলেন, ‘এটা আমাদের জন্য এক ধরনের গেম চেঞ্জার। শীতকালীন সোনমার্গ স্কি এবং স্নোবোর্ডিংয়ের জন্য অন্যতম আদর্শ জায়গা। কিন্তু ঠান্ডা বাড়তেই ধসে রাস্তা বন্ধ হয়ে যেত। এবার থেকে আর আমাদের হতাশ হতে হবে না। অ্যাডভেঞ্চার স্পোর্টসপ্রেমীদের জন্য এটা অনেক বড় খবর।’ তিনি আরও বলেন, ‘এতদিন গুলমার্গ ছিল আমাদের একমাত্র আকর্ষণ। আগামী দিনে শীতকালীন সফরের জন্য সোনমার্গও আমাদের জন্য হটস্পট হতে চলেছে।’