সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
উত্তরপ্রদেশে প্রেমিকাকে বিয়ে করতে সাদ্দাম থেকে ধর্ম পরিবর্তন করে শিবশঙ্কর হয়েছেন ৩৪ বছরের এক ব্যক্তি। কোতয়ালি থানার নগর বাজারের বাসিন্দা সাদ্দাম হুসেন। ১০ বছর ধরে গ্রামেরই মেয়ের সঙ্গে তাঁর প্রেম। তবে ভিন ধর্মের কারণে তাঁদের বিয়ে সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় তিনদিন আগে সাদ্দামের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত, খুনের হুমকির অভিযোগ জানিয়ে বস্তির পুলিস সুপারের কাছে অভিযোগ জানান মহিলা। মামলাও হয়। এরপরেই কাহিনিতে টুইস্ট। রবিবার রাতে সাদ্দাম এবং তাঁর প্রেমিকা গ্রামেরই মন্দিরে হিন্দু রীতি মেনে বিয়ে সারেন। সাদ্দামও নাম বদলে হয়ে যান শিবশঙ্কর সোনি। সোনি দম্পতি জানিয়েছে, পুলিসের কাছে মামলা প্রত্যাহারের আবদেন করা হয়েছে।