সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
২০১৬ সাল থেকে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। যদিও সেখানে লুকিয়ে চুরিয়ে মদ বিক্রি থামেনি। মাঝেমধ্যেই সেখানে বিষ মদ খেয়ে মৃত্যুর খবর মিলেছে। এরইমধ্যে লাউরিয়ার এই ঘটনা সামনে এল। সূত্রের খবর, গত ১৫ জানুয়ারি একজনের মৃত্যু হয়। তারপর আরও কয়েকজনের মৃত্যুর খবর মেলে। কিন্তু গত রবিবারের আগে পুলিসের কাছে এব্যাপারে কোনও খবরই ছিল না। তার আগেই মৃতদের শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দাদেরই একাংশ অভিযোগ করেছেন, বিষ মদ খেয়েই প্রত্যেকে মারা গিয়েছেন। যদিও পুলিস সুপারের দাবি, মৃতদের মধ্যে একজন ট্রাক্টরের ধাক্কায় ও আরেকজন পক্ষাঘাতের শিকার হয়ে মারা গিয়েছেন। বাকি পাঁচজনের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। প্রদীপ নামে এক মৃতের দাদা বলেন, ‘আমার ভাই তার বন্ধু মণীশের সঙ্গে মদ খেয়েছিল। দুজনেই মারা গিয়েছে।’