স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
পুলিস জানিয়েছে, একটি সোশ্যাল মিডিয়ায় সাইটে প্রথমে এক নাবালিকার সঙ্গে মূল অভিযুক্ত অভিষেক বালাপ্পা বেবনুরের পরিচয় হয়েছিল। গত ৩ জানুয়ারি স্থানীয় একটি মেলায় তার সঙ্গে দেখা করতে চেয়েছিল ওই যুবক। সেইমতো নাবালিকা ও তার এক বন্ধুকে দেখা করার জন্য নিয়ে আসে। কিন্তু মেলার মাঠের বদলে স্থানীয় হারুগেরি বাসস্ট্যান্ডে নাবালিকাদের ডেকে পাঠায় বালাপ্পা। সে গাড়ি নিয়ে এসেছিল। তার দুই বন্ধু আদিলপাশা সাব্বির জমাদার ও কৌতুকবানু বাদিগার গাড়ির মধ্যে ছিল। দুই নাবালিকাকে তারা জোর গাড়িতে তুলে গণধর্ষণ করে। অপরাধের ভিডিও তুলে রাখে অভিযুক্তরা। ঘটনাটি কাউকে জানালে ওই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনার পর থেকে দুই নাবালিকা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। গত ১৩ জানুয়ারি তাদের মধ্যে একজন সাহস করে বাড়িতে বিষয়টি খুলে বলে। এরপর হারুগেরি থানায় উভয় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে। পুলিস বালাপ্পা ও জমাদারকে গ্রেপ্তার করেছে। তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।