স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
যে বিশ্বাসে মানুষ হুইলচেয়ারকে ভরসা করে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দেয়, যে বিশ্বাসে অশক্ত শরীরেও হাজার হাজার মানুষ ছুটে আসেন সঙ্গমে পুণ্যস্নানের ডুব দিতে, সেই বিশ্বাসেই হাঁটতে হয় সেক্টর ১৯-এ। দেখা পেতেই হবে মোহন্ত রাজগীর নাগা বাবার। এ নাম বললে হয়তো কেউ চিনবেন না। কারণ উনি বিখ্যাত ‘অ্যাম্বাসাডর বাবা’ নামে। বিশ্বাসের একটা অদ্ভুত বিষয় আছে। পথে পথে ঘুরতে হয় প্রচুর। তবেই পথ মেলে। ঘুরতে ঘুরতে রেলব্রিজের নীচ। তাঁবুর পর্দা সরাতেই ভেসে এল হুঙ্কার, ‘বাহার সে ক্যায়া দেখ রাহা হ্যায়, অন্দর আজা।’ সাধুর আদেশ। অমান্য করে কার সাধ্যি! ‘কী খুঁজতে এসেছিস?’ বললাম। হা হা করে হেসে বললেন, ‘এটাই উপরওয়ালার খেলা রে বেটা। ঠিক লোকের কাছে পাঠিয়ে দিয়েছে। বস এখানে চুপটি করে। আমি তোকে রাজগীরের কাছে নিয়ে যাব।’ চেলাদের কাউকে ধুনির কাঠ আনতে, কাউকে আরও বাড়তি তাঁবু টাঙাতে নির্দেশ দিয়ে ডেকে নিলেন উল্টোদিকের আখড়ার এক নাগাবাবাকে। বললেন, ‘গাড়ি বের কর।’ যাঁর বিভূতি মাখা শরীরে একটা সুতো পর্যন্ত নেই, একটু পরে তিনিই এলেন হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে। কী সাংঘাতিক বৈপরীত্য! নাগাবাবা চালকের আসনে। গাড়ি ছুটল তিনজনকে নিয়ে। রাস্তায় নো-এন্ট্রি! কিন্তু বাবা তো বাবা-ই। এক ধমকে সরে গেল ব্যারিকেড। পর পর দু’বার বাঁদিকে ঘুরে প্রথম পুলের নীচ দিয়ে গাড়িটা থামল। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল গেরুয়া রঙের অ্যাম্বাসাডরটা। হাতে লেখা নম্বরপ্লেট, ইউপি ২১সি ৪৩০০। আখড়ার ঠিক পাশেই দাঁড় করানো। বাঁ পাশে কয়েকজন সঙ্গীর সঙ্গে বসে আছেন তিনি।
ভিতরে নিয়ে গিয়ে রমেশ গিরি বললেন, ‘দেখ টারজান, তোর জন্য বাঙ্গাল থেকে এসেছে।’ ‘ওম নমো নারায়ণ’ বলে আশীর্বাদ করলেন রাজগীর ওরফে টারজান বাবা। আদতে মধ্যপ্রদেশের ইন্দোরের এই বাসিন্দা আপাতত মাসদেড়েকের জন্য ডেরা বেঁধেছেন সেক্টর ১৯-এ। সঙ্গী ১৯৭২ সালের এই ‘ভিন্টেজ’ গেরুয়া অ্যাম্বাসাডর। তিনি অবশ্য এই গাড়িকে ‘গাড়ি’ বলতে রাজি নন। তাঁর কাছে এ তাঁর ‘মা’। একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে বললেন, ‘একেবারেই না। আমি এই গাড়িতে থাকি, খাই, শুয়ে থাকি। যেখানেই যাই, এই গাড়ির সঙ্গেই যাই। মায়ের সঙ্গে তো ছেলে এভাবেই থাকে। তাই না?’
কথায় যুক্তি আছে। কিন্তু গাড়ি কেনার টাকা পেলেন কোথায়? ‘এক ভক্ত দিয়েছিল। সেই ৩৫-৪০ বছর ধরে এই ভিন্টেজ গাড়ি চালাচ্ছি। এর মধ্যে একটা অদ্ভুত শান্তি পাই। আমার চলমান আশ্রম। আমার মা।’ আর বিগড়ে গেলে? ‘ও আমাকে বোঝে। আমি যদি এখান থেকে মুম্বইও চলে যাই, কোনও অসুবিধা হবে না। যতক্ষণ আশপাশে একটাও গ্যারেজ না আসবে, ততক্ষণ একটুও সমস্যা হবে না। ছোটখাট কিছু হলে তো নিজেই সরিয়ে ফেলি। আমি এই নিয়ে চারবার কুম্ভমেলায় এলাম এই গাড়ি নিয়ে। এখান থেকে বেনারস যাব। শিবরাত্রি পর্যন্ত ওখানেই থাকব। সেখান থেকে গঙ্গাসাগর যেতে পারি। এই গাড়ি নিয়েই।’
মনে হল যেন ‘জগদ্দল’-এর গল্প শুনছি। আর চোখের সামনে দেখছি বিমলকে। ছোট একটা মফস্বলের ট্যাক্সি ড্রাইভার বিমল গাড়ি চালাতে চলাতে কথা বলত ১৯২০ শেভ্রোলে জালোপি ট্যাক্সি জগদ্দলের সঙ্গে। তেষ্টা পেয়েছে বুঝে জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনত। রেডিয়েটরের মুখে ঢেলে দিত। অনেকে সন্দেহ করতেন, ‘বিমল তো জগদ্দলকে ডাকে, কিন্তু সাড়া পায় কি?’ আসলে এই অনুভূতি অন্যের পক্ষে বোঝা কঠিন। কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি সাধ-আহ্লাদ, আবদার-অভিমান এক পলকে বুঝে নিত। যেমন বোঝেন রাজগীর নাগা বাবা।
যেদিন গাড়ি থাকবে না? ‘আমার সঙ্গে শেষ দিন পর্যন্ত থাকবে আমার মা।’ বিশ্বাস ঝরে পড়ে টারজান বাবার কণ্ঠে। ঠিক বিমলের মতো।