স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
উল্লেখ্য, আমেরিকায় ওই বিমান হানার অন্যতম মাস্টারমাইন্ড খালিদ শেখ মহম্মদকে পাকিস্তান থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। এমনকী, ২০১১ সালে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানেই নিকেশ করেছিল মার্কিন বাহিনী। লজ্জাজনক এই অধ্যায় থেকে বরাবরই নিজেকে আড়াল করতে চেয়েছে ইসলামাবাদ। কিন্তু, যেভাবে নতুন বিমান পরিষেবা চালুর বিজ্ঞাপনে কার্যত সেই ঘটনাকে টেনে আনা হয়েছে, তাতে মুখ পুড়েছে শাহবাজ সরকারের। তাই ড্যামেজ কন্ট্রোলে তদন্তের নির্দেশ দিতে হয়েছে তাঁকে।