স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
প্রাথমিকভাবে স্থির হয়েছে যে, উল্লিখিত রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে ১১টি থার্ড এসি, চারটি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কোচ থাকবে। তবে রেলের আর এক সূত্রের দাবি, ১৬ কোচের নয়। বরং প্রথম বন্দে ভারত স্লিপার ১২ কোচের হতে পারে। সরকারি সূত্রের দাবি, দিল্লি থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পরদিন সকাল ৮টায় শ্রীনগর—এই সময়সারণী তৈরি করা হতে পারে। আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, জম্মু তাওয়াই এবং কাটরা এর প্রাথমিক স্টপ হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও রেলমন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীভাড়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। রেল সূত্রের খবর, এই ট্রেনে থার্ড এসির ভাড়া হতে পারে মাথাপিছু দু’হাজার টাকা। সেকেন্ড এসির ভাড়া হতে পারে আড়াই হাজার টাকা। এবং ফার্স্ট ক্লাস এসির যাত্রীভাড়া হতে পারে মাথাপিছু তিন হাজার টাকা।
রেলমন্ত্রকের আধিকারিকদের একটি অংশের দাবি, ওই রুটের রাজধানী এক্সপ্রেসের তুলনায় কিছুটা সস্তাতেই দিল্লি থেকে শ্রীনগর এবং পরবর্তী ক্ষেত্রে জম্মু পর্যন্ত যেতে পারবেন রেলযাত্রীরা। দিল্লি থেকে জম্মু রাজধানী এক্সপ্রেস পাড়ি দেয় কমবেশি ৬০০ কিলোমিটার পথ। সেই ট্রেনের ‘টার্মিনেশন’ স্টেশন জম্মু-তাওয়াই। এক্ষেত্রে থ্রি টিয়ার, সেকেন্ড টিয়ার, ফার্স্ট এসির ভাড়া মাথাপিছু যথাক্রমে ১ হাজার ৩৭০, ১ হাজার ৭০০ এবং ২ হাজার ৭৭০ টাকা। কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেন তারপর আরও প্রায় ২০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দেবে। অর্থাৎ, সাশ্রয় হবে রেলযাত্রীদের। যাত্রী পরিবহণ শুরুর আগে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে এটাই এখন রেলের স্লোগান।