অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে বুকিং বেড়েছে প্রায় ২০০ শতাংশ। আর ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এই বৃদ্ধির হার ১৭৭ শতাংশ। তাই নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্ম ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ইএসআইসি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের ‘ডিজিটাল ভারতের’ যুগে ইএসআইসির এতদিনে ঘুম ভাঙল কেন? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। যদিও মন্ত্রকের বক্তব্য, তিন বছর আগে থেকে এই ব্যাপারে পদক্ষেপ শুরু হয়েছিল। গত ২২ ডিসেম্বর এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রয়াস শেষ হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের বিবৃতি, ইএসআইসির প্রযুক্তিগত ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য তিন বছরে খরচ হয়েছে প্রায় ৩১২ কোটি টাকা। পাশাপাশি ইএসআই হাসপাতালগুলির পরিচালনগত কাজকর্মে আরও গতি আনতে ‘ধন্বন্তরি’ ব্যবস্থার উপরও জোর দেওয়া হচ্ছে।