অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
পুলিস জানিয়েছে, ২০ ডিসেম্বর রাতে স্থানীয় একজনের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ পেয়ে গিয়েছিল ওই কিশোর। অভিযোগ, সেখানেই বিবস্ত্র করে মারধরের পাশাপাশি তার গায়ে প্রস্রাবও করে চার অভিযুক্ত। নিগ্রহের এই ঘটনা ক্যামেরাবন্দি করে অভিযুক্তরা। তারপর সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করার হুমকিও দেওয়া হয়। ভিডিও মুছে ফেলার কাতর আর্জি জানালে নির্যাতিতকে থুতু চাটতে বাধ্য করা হয়। রাতে বাড়িতে ফিরে মা-বাবাকে সবকিছু জানায় ওই কিশোর। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। কিশোরের নিথর দেহ নিয়ে নিকটবর্তী থানায় যায় শোকার্ত পরিবার। অভিযোগ, প্রথমে অভিযোগই দায়ের করতে চায়নি পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। এরপর এসপির অফিসের সামনে দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কয়েক ঘণ্টা পর অবশেষে অভিযোগ দায়ের করতে রাজি হয় পুলিস। কিশোরের কাকার দাবি, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা।