অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
এদিন শাহর পদত্যাগের দাবিতে পুরনিগমে একটি প্রস্তাব পাশ করান কংগ্রেস ও আম আদমি পার্টির কাউন্সিলাররা। এনিয়েই বচসার সূত্রপাত। ওই প্রস্তাব নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপির কাউন্সিলাররা। তাঁরা দাবি করেন, বাবাসাহেবকে অপমান করেছে কংগ্রেসই। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময়কালের প্রসঙ্গও তোলেন গেরুরা শিবিরের কাউন্সিলাররা। অভিযোগ, রাহুল গান্ধী সম্পর্কেও অপমানজনক মন্তব্য করা হয়। পাল্টা জবাব দেন কংগ্রেস ও আপ কাউন্সিলাররা। অনিলকে ‘ভোট চোর’ বলে কটাক্ষ করেন তাঁরা। মুহূর্তেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। একে অন্যকে ধাক্কা দিতে শুরু করেন বিজেপি ও কংগ্রেসের কাউন্সিলাররা। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
উল্লেখ্য, দিন কয়েক আগে সংসদের রাজ্যসভায় সংবিধান বিতর্কে জবাবি ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর...আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গলাভ হত।’ তাঁর এই মন্তব্যের প্রতিবাদেই সরব বিরোধী শিবির।