মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
আজকের বাংলায় বাস্তবিকই ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার। আর তা বাড়ছে। সংখ্যায় তো বটেই, বহরেও। সৌজন্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এ শুধু আজ নিছক একটা প্রকল্প নয়। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য নাম। এই ভাণ্ডারকে অনুসরণ করেই একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে প্রকল্প। কোথাও লাডলি বেহনা, কোথাও মাঈয়া সম্মান যোজনা। ১০০ দিনের কাজ বন্ধ বাংলায়, আবাসের টাকা মিলছে না, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ কেন্দ্র। এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেঁশেলে উনুনের আঁচ জিইয়ে রেখেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এই ভাণ্ডার আরও বাড়বে। সংখ্যায়। টাকার অঙ্কেও। মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএসএ গ্রাউন্ডের মঞ্চ থেকে বললেন, ‘আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান, তিনি সারা জীবন পাবেন (কারণ, ৬০ বছর হলেই সয়ংক্রিয়ভাবে তাঁরা বার্ধক্য ভাতা পেতে শুরু করেন)। এ ভাণ্ডার আমার মা-বোনেদের। উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে।’
মমতার এই উক্তির পরই জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দর মহলে। আশায় আম জনতাও। সকলেরই প্রশ্ন, তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। সেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন। সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়া ন্যায্য আবেদনকারীদের নামও। ফলে ফের যে এই প্রকল্পের উপভোক্তা বাড়তে চলেছে, সে বিষসে সন্দেহ নেই। তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টাই বুঝিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সর্বস্তরে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা। ২০২১’এর বিধানসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ করতে সেই বছরই সেপ্টেম্বর থেকে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা পেতে শুরু করেন উপভোক্তারা। এখন তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা, আর অন্যান্যরা এক হাজার টাকা করে পেয়ে থাকেন। সেই অঙ্কই কি বাড়তে চলেছে?
গত কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট একটা বিষয় দেখিয়েছে—মমতাকে অনুসরণ ছাড়া গতি নেই। দিল্লির ভোটেই যেমন সে রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ কে কত বেশি দিতে পারে, তার প্রতিযোগিতা চলছে। বিজেপিই ২৫০০ টাকায় গিয়ে থেমেছে। তারাই কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষার দান বলে সমালোচনা করে এসেছে! ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। এখন ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে তারাই ‘অসহায়’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সব রাজ্যের হিসেব রয়েছে। এমন প্রকল্প চালু করেও শেষমেশ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি রাজ্যের সমালোচনাও মুর্শিদাবাদের সভা থেকে করেছেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি তিনি নতুন করে কিছু বিবেচনা করেন, এটাও তার অন্যতম কারণ। মুখ্যমন্ত্রী জানেন, আকাশছোঁয়া খাদ্যপণ্যের বাজারে মানুষের হাতে টাকার জোগান দিতেই হবে। আর সেই দায়িত্ব তাঁর প্রতিপক্ষ অস্বীকার করতে পারে, তিনি কখনওই করেন না।