মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
দলের শীর্ষ সূত্রের খবর, আগামী মাসের গোড়াতেই রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। তবে রাজ্য বিজেপির সাংগঠনিক বেহাল দশা খতিয়ে দেখে আনকোরা নতুন মুখকে এই গুরুত্বপূর্ণ পদে বসাতে ভরসা পাচ্ছে না দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। বরং গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে একেবারে অভিজ্ঞ মুখেই সিলমোহর দিতে চাইছে তারা। এহেন প্রেক্ষিতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে দিলীপ ঘোষের নাম। তিন অঙ্কে পৌঁছনো না গেলেও ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে এই দিলীপবাবুর সভাপতিত্বেই বঙ্গ বিজেপির বিধায়ক সংখ্যা তিন থেকে বেড়ে হয়েছিল ৭৭ জন। ফলে প্রশ্ন উঠছে, ফের কি শিকে ছিঁড়তে চলেছে রাজ্য বিজেপির এই প্রাক্তন সাংসদের?
এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা হয়নি। তবে এই ইস্যুতে যোগাযোগ করা হলে ‘বর্তমান’কে দিলীপবাবু বলেন, আমি এইরকম কিছু শুনিনি। অনেকের একাধিক মত থাকতেই পারে। শেষ পর্যন্ত কী হয়, সেটি দেখার। আপনার কাছে প্রস্তাব এলে আপনি কি তা গ্রহণ করবেন? দিলীপবাবুর জবাব, আমার ইনিংস তো শেষ। নতুন কেউ দায়িত্ব নিলেই ভালো। - ফাইল চিত্র