মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
আর জি কর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। এই প্রেক্ষিতেই রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে সিবিআইয়ের ‘ব্যর্থতা’ নিয়ে চর্চা। সঞ্জয়ের অপরাধ ‘বিরলের মধ্যে বিরলতম’, আদালতে বোঝাতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। যে কারণে ফাঁসির সাজা হয়নি দোষী সঞ্জয়ের। এদিকে সিবিআই রয়েছে মোদি সরকারের অধীন। ফলে অবস্থান ঠিক করতে সঙ্কটে পড়েছে গেরুয়া শিবির। নেতাদের আশঙ্কা, সিবিআইয়ের ভূমিকার প্রশংসা করলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। আর সমালোচনা করে কর্মসূচি নিলে প্রশ্নের মুখেও পড়তে হতে পারে রাজ্য নেতৃত্বকে। তাই পুরো বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃত্বের মুখাপেক্ষী হয়ে রয়েছে বিজেপির বঙ্গ ব্রিগেড।
দিনকয়েক পর থেকেই দিল্লি ভোটের প্রচার শুরু করবেন বঙ্গ বিজেপির নেতারা। আগামী ২৭ জানুয়ারি রাজধানীতে প্রচারে নামার কথা রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যে দিল্লি থেকে বঙ্গ ব্রিগেডের কাছে নির্দেশ গিয়েছে, আর জি কর ইস্যুতে প্রচার হলেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু সোমবার আচমকাই পাল্টে গিয়েছে পরিস্থিতি। তাই ফের দিশাহীন অবস্থা রাজ্য বিজেপির।