মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
এমনকি মামলার রায় নিয়ে ক্ষুব্ধ মনোভাব চেপে রাখেননি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এরপরই শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য। আজ, মঙ্গলবার সকালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল। দুই বিচারপতির বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
উল্লেখ্য গতকাল, সোমবারই মালদহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘আমার দৃঢ় বিশ্বাস, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। বিরলতম নয়, এই রায় কীভাবে এল? এটা ঘৃণ্যতম অপরাধই! আর এক্ষেত্রে একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত।’
এরপর আজ, মঙ্গলবার ইংলিশবাজারে আর জি কর-এর ঘটনার শাস্তি প্রসঙ্গে আরও একবার সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ফাঁসি দিল না! এই রায়ে আমি শকড! এটা একটা পৈশাচিক ঘটনা। অপরাধী সাজা না পেলে তো আবার অপরাধ করবে। আমি মনে করি এটা অবশ্যই বিরল থেকে বিরলতম ঘটনা।’