সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
মঙ্গলবার দুপুরে মালদহের ডিএসএ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। যদিও মুর্শিদাবাদের অনুষ্ঠান সেরে একদিন আগেই তিনি মালদহে পৌঁছন। বিকেল তিনটে দশ মিনিট নাগাদ মালদহের ডিএসএ সংলগ্ন মাঠে অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। নেমে গাড়ির দিকে কিছুটা হেঁটে এসে সাংবাদিকদের মমতা বলেন, ‘হেলিকপ্টারে ছিলাম বলে সবটা শুনিনি। আপনাদের কাছ থেকেই শুনলাম, এটাতে নাকি আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে আসছিলাম এবং আজকেও সেই দাবিতে অটুট। কিন্তু কোর্টের রায়... এখন সবাই কী বলবেন, জানি না।’
সম্প্রতি রাজ্যে তিনটি ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির আদেশ দিয়েছে নিম্ন আদালত। সেকথাও এদিন উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি সাফ বলেন, ‘তিনটে কেসেই ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। আমি জানি, এটা সিরিয়াস কেস। ফাঁসির দাবি সবার ছিল। কিন্তু আমাদের হাত থেকে তো কেসটা কেড়ে নিয়ে চলে গেল। সবটা সিবিআই জানে।’ ডিএসএ মাঠ থেকে মুখ্যমন্ত্রীর কনভয় সোজা রওনা হয় সম্প্রতি শ্যুটআউটে নিহত তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা ইংলিশবাজার পুরসভার কাউন্সিলার দুলাল সরকারের বাড়ির দিকে। প্রয়াত নেতার স্ত্রী ও ছেলের সঙ্গে দেখা করেন তিনি।