সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
রায়দিঘি ও রামগঙ্গা রেঞ্জে এদের অস্তিত্ব বেশি নজরে এসেছে। রায়দিঘি রেঞ্জে সবথেকে বেশি ব্যাঘ্রশাবকের ছবি ক্যামেরাবন্দি হয়েছে বলে খবর। ছবিতে দেখা যাচ্ছে, কোথাও দু’টি, কোথাও তিনটি শাবক খেলা, খুনসুটিতে মেতে উঠেছে। কোথাও আবার মায়ের পিছন পিছন হেঁটে যেতে দেখা যাচ্ছে ছানাদের। কয়েকটি ক্ষেত্রে বাঘিনীর ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। সেই বাঘিনীর ছবি ও ফুটেজ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বুঝতে পারেন, সদ্য প্রসব করেছে সে। গতবার রায়দিঘি রেঞ্জে ১৭টি বাঘের ছবি ধরা পড়েছিল। এবারের শুমারিতে সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা। তাঁরা বলছেন, ‘এবার যেভাবে শাবকদের অস্তিত্ব পাওয়া গিয়েছে, তা থেকেই স্পষ্ট যে জঙ্গলে বাঘেদের হেলদি পপুলেশন রয়েছে। এর আগের শুমারিগুলিতে এত বেশি শাবকের ছবি ধরা পড়েনি। বিষয়টি যথেষ্ট আশাপ্রদ।’ তবে শুধু শাবক নয়, পূর্ণবয়স্ক বাঘের সংখ্যাও যে সার্বিকভাবে বেড়েছে, তারও কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে ট্র্যাপ ক্যামেরার ছবি ও ফুটেজ বিশ্লেষণে। প্রসঙ্গত, গত কয়েক মাসে বারবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। সাধারণত রায়দিঘি রেঞ্জের আওতাধীন এলাকাতেই বাঘ ঢুকে পড়ার ঘটনা বেশি। এই আবহে জঙ্গলে বাঘের সংখ্যাবৃদ্ধির কারণেই লোকালয়ে তাদের আনাগোনা বেড়েছে কি না, খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। প্রতীকী ছবি