নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের হাল্কা আমেজ থাকলেও দেখা নেই হাড়কাঁপুনি ঠান্ডার। মাঘ মাসের প্রথম সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রির আশপাশে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিনে শহরে এরকমই হল্কা শীতের আমেজ বজায় থাকতে পারে। তবে কাঁপুনি ঠান্ডার সম্ভাবনা নেই। এমনকী চার-পাঁচ দিন পরেও শীতের প্রকোপ যে বাড়তে পারে, এমন কোনও প্রত্যাশাও শোনায়নি হাওয়া অফিস। তবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে কুয়াশার দাপট। কিন্তু আগামী বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও একধাপ বাড়তে পারে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হাল্কা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, মাসের শেষে উপকূল সংলগ্ন জেলাগুলিতেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৬ জানুয়ারী থেকে আবারও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে কমতে পারে। তখন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দেখা মিলতে পারে কনকনে শীতের। সেটাই সম্ভবত মরশুমের শেষ শীতের স্পেল হবে।
আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আজ, সোমবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।