অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
এনআইটি দুর্গাপুরের অধিকর্তা অরবিন্দ চৌবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ পরিবেশ বজায় রেখে পড়ুয়াদের উৎকর্ষতার উপর জোর দেওয়া হয়। পড়ুয়াদের মেধা ও ফ্যাকাল্টির পরিশ্রমেই এই সাফল্য এসেছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) দুর্গাপুর, এলাকাবাসীর কাছে রিজিওন্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ বা আরই কলেজ নামেই বেশি পরিচিত। দক্ষিণবঙ্গের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য মুখিয়ে থাকেন বহু পড়ুয়াই। এত বছর পরও প্রতিষ্ঠানটি নিজের গৌরব যে বজায় রেখেছে, ক্যাম্পাসিংয়ের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। চূড়ান্ত সেমিস্টারের ১৭৪ পড়ুয়া কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন। সপ্তম সেমিস্টার পরীক্ষা দিয়েই ইতিমধ্যে ১২৮ জন পড়ুয়া চাকরি পেয়ে গিয়েছেন। যদিও চূড়ান্ত সেমিস্টারে পাশ করার পরই তাঁরা কাজে যোগ দিতে পারবেন। এদের মধ্যে থেকেই ১১ জন পেয়েছেন মাইক্রোসফটে চাকরি। তাঁদের বার্ষিক প্যাকেজ ৫৩ লক্ষ টাকা করে। ইলেকট্রনিক্সে নিয়ে বিটেক করা ৯০ জন পড়ুয়ার মধ্যে ৫৯ জনই চাকরি অফার পেয়ে গিয়েছেন। পিছিয়ে নেই ইলেকট্রিক্যাল ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি বিভাগও। শুধু মাইক্রোসফট নয়, জেপি মরগ্যান, টেক্সাস ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে বহু কোম্পানি ২০ লক্ষ টাকার বেশি বার্ষিক প্যাকেজ দিয়ে পড়ুয়াদের জব অফার করেছে। অ্যাপেল প্রতিষ্ঠান থেকে আটজনকে নিচ্ছে। তাঁদের ছ’মাসে প্রথম স্টাইপেন্ড দেওয়া হবে। তার পরিমাণ মাসে ১ লক্ষ ৩৬ হাজার টাকা করে। ব্যাঙ্ক অব নিউইয়র্ক থেকে স্যামসুং, আইবিএম প্রায় সব বড় প্রতিষ্ঠানই এই শিক্ষা প্রতিষ্ঠানের দরজায় কড়া নেড়েছে ভালো কর্মীর খোঁজে। তাই দেখে এনআইটির রেজিস্ট্রার শিবেন্দুশেখর রায় বলেন, পড়ুয়া ও অভিভাবকদের উদ্দেশে বলতে চাই, বেকারত্ব নিয়ে হতাশ হবেন না। ভালো পড়ুয়ার আজও যথেষ্ট মূল্য রয়েছে। ক্যাম্পাসিং ও প্লেসমেন্ট বিভাগের আধিকারিক অনিরুদ্ধ মণ্ডল বলেন, চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসিং চলবে আসন্ন বছরে জুন পর্যন্ত। ডিসেম্বরেই মোট ১ হাজার ৭১ জন পড়ুয়ার মধ্যে ৫০৮ জন পড়ুয়া ভালো বেতনের চাকরি পেয়ে গিয়েছেন। এক একজন একাধিক চাকরি পেয়েছেন। দুর্গাপুরের এক কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাজ্য সরকারের নিজস্ব কলেজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজও চাকরি দেওয়ার ক্ষেত্রে নজির গড়ছে। গত সপ্তাহেই তারা একটি তিনদিনের জব ফেয়ারের আয়োজন করেছিল। তাতে ২০২১ থেকে ২০২৪ এই চার বছরে কলেজ থেকে পাশ করা পড়ুয়ারা জব ফেয়ারে অংশ নিয়েছিলেন। মোট ২৫টি কোম্পানি এতে অংশ নেয়। কলেজের অধ্যক্ষ দেবনাথ পালিত বলেন, মোট ৩৫০ জন চাকরি পেয়েছে।