অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
১৯২৫ সালে কানপুরে প্রথম পার্টি কংগ্রেসের মাধ্যমে গঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি। তারপর ১৯৬৪ সালে পার্টি ভাগ হয়ে তৈরি হয় সিপিএম। কিন্তু সিপিএম মনে করে, ১৯২০ সালে বিদেশের মাটিতে, তাসখন্দে জন্ম হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির। এসব নিয়ে একটা সময় বাম মহলে নানা তর্কবিতর্ক চললেও সবই এখন স্তিমিত। সাধারণ সম্পাদক ডি রাজার নেতৃত্বে টিমটিম করে জ্বলছে সিপিআই। সিপিআই দলের রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় নেতৃত্ব স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বছরভর উদাযাপন করা হবে। বিভিন্ন জেলায় ইতিমধ্যে কর্মসূচী চলছে। যাঁরা কমিউনিস্ট আন্দোলনে অবদান রেখেছেন, তাঁদের স্মৃতিচারণ করা হচ্ছে। ২৬ ডিসেম্বর সর্বত্র সমাবেশ হবে বর্তমান রাজনৈতিক ইস্যুগুলো নিয়েই।’ তিনি আরও জানান, ৫ ফেব্রুয়ারি রানি রাসমণি রোডে সমাবেশের পরিকল্পনা রয়েছে সিপিআইর। ১৫-১৭ আগস্ট সল্টলেকে দলের রাজ্য সম্মেলন। ২১-২৫ সেপ্টেম্বর চণ্ডীগড়ে হবে পার্টি কংগ্রেস।