সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। ... বিশদ
প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, নিজের ঘরে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন ওই তরুণী। পুলিস ওই বাড়িতে পৌঁছনোর আগেই দেহটি নামিয়ে ফেলা হয়েছিল। কেন তরুণীর এই পরিণতি, সেই বিষয়ে পরিবারের সদস্যদের কেউই মুখ খুলতে চাননি। জানা গিয়েছে, চলতি বছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ওই তরুণীর। এদিন সকালে টিউশন থেকে বাড়ি ফেরার পরেই এমন ঘটনা ঘটে। জগাছা থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে তরুণীর বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।