সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৫ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির কাছাকাছি। সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই উধাও হবে ঠান্ডা। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তবে কলকাতায় ঠান্ডা মালুম না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ রয়েছে নীচের দিকেই। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। এছাড়াও, আগামী ৪৮ ঘণ্টা কুয়াশার সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। আগামী দু’দিন সকালের দিকে ভারী কুয়াশার দাপট থাকতে পারে মালদহ ও কোচবিহার জেলায়। প্রভাব পড়বে অন্য জেলাগুলিতেও।