সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, প্রথমবার হাজিরা এড়িয়ে বিজেপি বিধায়ক মেল পাঠিয়ে শেক্সপিয়র সরণি থানাকে জানিয়েছিলেন, ২০ জানুয়ারি পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। তারপর তিনি হাজিরা দিতে পারবেন। সেই হিসেবে ২১ জানুয়ারি তাঁকে তলব করা হয়েছে। তবে আজ, মঙ্গলবারও বিধায়ক হাজিরা এড়ালে, বিষয়টি আদালতের নজরে আনতে চায় কলকাতা পুলিস। তদন্তে বিজেপি বিধায়ক ক্রমাগত অসহযোগিতা করছেন, এই বক্তব্যকে সামনে রেখে আদালতের হস্তক্ষেপ চাইতে পারেন কলকাতা পুলিসের তদন্তকারী অফিসার।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিসের দাবি, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে’র লেটারহেড ব্যবহার করে কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের ঘর বুক করেছিল মহম্মদ ইমরাজ। তারপর সেই ঘরে বসে জুনেদুল হক চৌধুরী সহ তিন অভিযুক্ত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কাটোয়ার পুর চেয়ারম্যানের কাছে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করেছিল। ইতিমধ্যেই এই মামলায় জুনেদুল হক চৌধুরী সহ ধৃত তিন অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। পুলিসের দাবি, বিজেপি বিধায়ক হাজিরা না দেওয়াতে তদন্ত থমকে গিয়েছে।