নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার ছিল তাঁর জন্মদিন। ক’দিন আগেই নতুন বাইক কিনেছিলেন ওই যুবক। কিন্তু, রবিবারই গভীর রাতে সেই বাইক নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা দিয়ে মৃত্যু হল ওই যুবকের। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জয়গাছি মোড় সংলগ্ন যশোর রোডে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জীব সাহা (২৪)। তাঁর বাড়ি হাবড়া বাণীপুরের ইতনা কলোনিতে। পুলিসের অনুমান, দ্রুতগতিতে বাইক চালানোর ফলেই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, সঞ্জীবের মাথায় হেলমেটও ছিল না। ওই রাত একটার সময় যশোর রোড ধরে দ্রুতগতিতে বাইক চালিয়ে বনগাঁর দিক থেকে হাবড়ার দিকে আসছিলেন। জয়গাছির কাছে যশোর রোডের ধারের ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা দেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের টাকা জমিয়ে ক’দিন আগেই নতুন বাইক কিনেছিলেন সঞ্জীব। রবিবার ছিল তাঁর জন্মদিন। সেদিন সকালে বন্ধুদের সঙ্গে পিকনিক করতেও গিয়েছিলেন। এরপর সন্ধ্যায় বাড়িতে ছিল জন্মদিনের অনুষ্ঠান। কেক কেটে বাইক নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। মৃতের বাবা জয়দেব সাহা বলেন, রবিবার সন্ধ্যায় ছেলের অশোকনগরের উৎসবে যাওযার কথা ছিল। কোথায় গিয়েছিল জানি না। হাসপাতালে গিয়ে দেখি সব শেষ।