সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
শিপ্রাদেবীর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে খবরের কাগজ বিক্রি করে সংসার চালান। দিন আনি দিন খাই পরিবার। তাঁর বুকে একটি বড় টিউমার ছিল। প্রথমে হাবড়া হাসপাতাল, পরে স্থানীয় ডাক্তারদের দেখালেও রোগের হাত থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি। এরপর পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে আসেন বারাসত হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে এখন। পরীক্ষায় ধরা পড়ে ওই টিউমার ম্যালিগন্যান্ট। এত বয়সে এই টিউমার অপারেশন করা ঝুঁকিপূর্ণ কাজ। তাসত্ত্বেও ডাক্তাররা ঝুঁকি নিয়ে ওই টিউমার অপারেশন করেন। শিপ্রাদেবী এখন অনেকটাই সুস্থ, স্বস্তিতে পরিবার। এ নিয়ে হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীকে এত বয়সে অপারেশন করা ছিল ঝুঁকির ব্যাপার। পরিবারের সদস্যরা আমাদের পাশে ছিলেন। আজ তিনি সুস্থ। কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। রোগিণীর নাতনি বৈশাখী বিশ্বাস বলেন, সরকারি হাসপাতালে এত সুন্দর পরিষেবা পেয়ে আমরা কৃতজ্ঞ। নির্বিঘ্নেই দিদিমার টিউমার অপারেশন হয়েছে, তিনি সুস্থ আছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাঁকে বাঁচানোর আশা ছেড়েই দিয়েছিলাম। সরকারি হাসপাতালই আমাদের ভরসার জায়গা।