সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায় ... বিশদ
ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেববাবু। তাঁর স্মরণসভায় এদিন প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র। যেখানে বুদ্ধদেববাবুর শিল্পায়নের নীতি, সংস্কৃতি অনুরাগ ও বর্ণময় রাজনৈতিক জীবনের কাহিনি তুলে ধরা হয়। গত বছর আট আগস্ট অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। স্মরণসভায় বক্তব্য রাখেন যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘সমস্ত দুর্নীতি, নাই ইনসাফির বিরুদ্ধে শপথ নিতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, পশ্চিমবঙ্গে বিকল্প মানে বামপন্থা।’ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করতে গেলে তাঁর চিন্তাভাবনাকে পাথেয় করতে হবে। বুদ্ধদা বকতেন। পরামর্শ দিতেন। ভুল হলে ক্ষমা করে দিতেন। তাঁকে পরিবারের অংশ বলেই মনে করি।’ স্মরণসভায় শোকপ্রস্তাব পেশ করেন কলতান দাশগুপ্ত। -নিজস্ব চিত্র