সংবাদদাতা, বসিরহাট: মঙ্গলবার রাতে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে আয়কর হানা। দীর্ঘ ছ’ঘণ্টা ধরে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। জানা গিয়েছে, বাদুড়িয়ার দক্ষিণ চাতরায় বাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য মৌমিতা ঘোষের। তাঁদের বাড়িতে এদিন হানা দেয় ১০ সদস্যের আয়কর তদন্তকারী দল। কিন্তু তখন মৌমিতা ও তাঁর স্বামী প্রবীর ঘোষ বাড়িতে ছিলেন না। তাঁরা সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে ফেরেন। তারপরই আধিকারিকরা তাঁদের নথিপত্র খতিয়ে দেখেন। গভীর রাত পর্যন্ত চলে এই নথি খতিয়ে দেখার কাজ। রাত ১২.৩০ নাগাদ আধিকারিকরা বেরিয়ে যান।
মৌমিতা বলেন, আমাদের আমদানি-রপ্তানির ব্যবসা আছে। যে কারণে জিএসটি’র কাগজপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। কোনও গাফিলতি পাননি। আর প্রবীর বলেন, কোথাও খামতি ওঁরা পাননি। তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি।