স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
বুধবার তিথি নক্ষত্র মেনে বসেছে মাছমেলা। বহু মানুষ সকাল থেকেই ভিড় করেছিলেন মেলার মাঠে। সপরিবারে এসেছিলেন মাছপ্রেমীদের অনেকেই। বিরাট আকারের শঙ্কর মাছ, পঞ্চাশ কেজি পেরনো ভোলা, বড় আকারের সার্ডিন মাছকে ঘিরে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। তবে শুধু এসবই নয়, বড় আকারের পুঁটি থেকে ইলিশ, মানুষ প্রমাণ বোয়াল থেকে বিরাট আকারের মাগুর, রুই-কাতলা থেকে তেলাপিয়া, সব মাছের সম্ভার নিয়েই বসেছিলেন দোকানিরা। ভিন জেলা থেকে ব্যবসায়ীরা যেমন এসেছিলেন, তেমনই অন্য জেলার মানুষও ভিড় করেছিলেন মেলায়। সিঙ্গুর থেকে এসেছিলেন সুবীর সাঁতরা। তিনি বলেন, বহু বছর ধরেই মাছমেলায় আসছি। বড় আকারের মাছ দেখতেও ভালো লাগে। আবার মাছ কিনে সেখানে ভেজে খাওয়ার আনন্দটা অন্যরকম।
মাছ ব্যবসায়ী অতনু হালদার বলেন, বংশ পরম্পরায় মাছ মেলায় আসছে আমাদের পরিবার। বাজারের সবচেয়ে বড় মাছটা জমিয়ে রাখা হয় মেলার জন্য। শুধু দেখা নয়, কেনার পর মাছভাজা খেয়ে বাড়ি যান অনেকে। এটাই মানুষকে বেশি আকর্ষণ করে।
মেলা নিয়ে উৎসাহ যেমন আছে, তেমনই আছে জনশ্রুতি। শোনা যায়, চৈতন্যদেবের পারিষদ নিত্যানন্দের শিষ্য হতে ঘর ছেড়েছিলেন স্থানীয় জমিদারের ছেলে রঘুনাথ। বহু বছর পর তিনি আবার সংসারে ফেরেন। সেই আনন্দে জমিদার গ্রামে ভোজড দিয়েছিলেন। সেদিন চমৎকার হয়েছিল। অসময়ে আম আর ইলিশ মাছ এনে দিয়ে ভেলকি দেখিয়েছিলেন রঘুনাথ। সেই ইস্তক গ্রামে মেলা করে মাছ খাওয়ার চল হয়।