অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার ভোর চারটে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। তবে পার্ক স্ট্রিটের রাস্তা বন্ধ করা হবে কি না তা নির্ভর করছে ভিড়ের বহরের উপর। যদি ভিড় বেশি হয় তাহলে জওহরলাল নেহেরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড দিয়ে আসা গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রয়োজনে ক্যাথিড্রাল রোডেও যান চলাচল বন্ধ করা হতে পারে।
অন্যদিকে শুধুমাত্র পার্ক স্ট্রিটের জন্যই থাকছে বিশেষ নিরাপত্তা। এই এলাকাকে ভাগ করা হয়েছে ১১ সেক্টরে। পার্ক স্ট্রিটের দায়িত্বে থাকবেন ১০ ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। তাঁদের নেতৃত্বে থাকবেন যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার দিকটি তদারকি করবেন অতিরিক্ত কমিশনার পদমর্যাদার আর এক আধিকারিক। পার্ক স্ট্রিটে ১১ ওয়াচ টাওয়ার, দু’টি কিউআরটি, ২০ বাইক পেট্রলিং টিম থাকবে। তৈরি হয়েছে ১৬ পুলিস অ্যাসিসট্যান্স বুথ। আর শহরজুড়ে বসছে ৫২ পুলিস পিকেট। ২৩ জায়গায় নাকা চেকিং করা হবে। কলকাতার রাস্তায় টহল দেবে ৫২ পিসিআর ভ্যান। লালবাজার সূত্রে খবর, যানবাহন সামলাবে অতিরিক্ত তিন হাজার পুলিস।