অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
গোড়ের হাটে প্রতি বুধ ও শনিবার সব্জির বড় হাট বসে। মাটির জিনিস কেনাবেচারও বড় জায়গা। রোজই ভিড় বাড়ছে মানুষের। এই হাটের পাশ দিয়েই খাল। খালটি ডায়মন্ডহারবারের দিক থেকে এসে জয়নগরের ধোসার দিকে চলে গিয়েছে। কিন্তু তার অবস্থা অতি শোচনীয়। ধীরে ধীরে সেটি আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে। কচুরিপানা, আবর্জনার দাপটে দুর্গন্ধ ছড়াচ্ছে। অতিষ্ঠ এলাকার মানুষজন বলেন, শ্মশানে শবযাত্রীদের লোকজন কলসি, প্লাস্টিক সব খালে ফেলে দেন। সেগুলি পচে দুর্গন্ধ ছড়ায়। এছাড়া খালের দু’দিকের অংশের দখল করে বাড়ি, দোকান নির্মাণ হয়ে গিয়েছে। তবুও খালটির সংস্কারে প্রশাসনের কোনও নজর নেই। তাঁরা আরও বলেন, খালে ঠিকমত জল প্রবাহ হয় না। ফলে চাষবাসে জল পেতেও সমস্যায় পড়তে হয়। অবিলম্বে এই খালের সংস্কার দরকার।