অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
যেহেতু কুয়াশা একটা বড় চিন্তার কারণ, তাই সেদিকে বাড়তি নজর দিয়ে দপ্তর ২৪টি অ্যান্টি ফগ লাইট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বিদ্যুৎ বণ্টন সংস্থার আলাদা ব্যবস্থা থাকছেই। এছাড়াও মেলা প্রাঙ্গণের ২৫ হাজার মিটার এলাকা জুড়ে বৈদ্যুতিকীকরণের কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মেলা প্রাঙ্গণ আলোকিত করে তুলতে বসানো হবে ১৭ হাজার ৫০০টি আলো। পুণ্যার্থীদের জন্য তৈরি হবে ৮১৫০টি শৌচালয়। এছাড়া মেলা চলাকালীন ৮০ লক্ষ জলের পাউচ রাখা হবে বলে ঠিক হয়েছে। মেলার প্রস্তুতি নিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, দুই এবং তিন নম্বর বিচে নামতে পারবেন না পুণ্যার্থীরা। তাই ওই এক নম্বর বিচকে সাজিয়ে তোলা হচ্ছে। এদিকে শীতের মরশুমে অল্প অল্প করে ভিড় জমতে শুরু করেছে কপিল মুনির মন্দিরে। মাঝে মধ্যেই ভিড় সামাল দিতে লট এইট থেকে বার্জ চালিয়ে দর্শনার্থীদের কচুবেড়িয়া পাঠাতে হচ্ছে।