দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই থ্রি ডি তারামণ্ডল নির্মাণের দায়িত্ব হাওড়া জেলাকে দিয়েছিলেন। পুজোর আগেই শরৎসদনে তারামণ্ডলের একাংশের উদ্বোধন করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার সমস্ত নির্মাণ কাজ শেষ হতেই তা আম জনতার জন্য খুলে দেওয়া হবে। তার মহড়া হয়ে গেল বৃহস্পতিবার। এদিন একটি বিশেষ শোয়ের ব্যবস্থা করা হয়েছিল।
বলা বাহুল্য, শীতের মুখে হাওড়া শহরে বিনোদনের বিকল্প খুলে গেল। শুধু তাই নয়, সংলগ্ন হুগলি জেলার মানুষের কাছে বিড়লা তারামণ্ডল থেকে হাওড়ার তারামণ্ডল আকর্ষক হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, এই অত্যাধুনিক তারামণ্ডল মুখ্যমন্ত্রীর তরফে হাওড়াবাসীকে উপহার। হাওড়ার পাশাপাশি হুগলি জেলার মানুষের কাছেও তারামণ্ডল দেখার সুযোগ হবে বলে আমরা মনে করি। আধুনিক ব্যবস্থাপনার কারণে শুধু বিনোদন নয়, শিক্ষার কাজেও ওই তারামণ্ডল সহায়ক হবে। মহাকাশ এখন মানুষের হাতের কাছে আসবে, শুধু তা নয়, থ্রি ডি ভার্সনে তা দেখা যাবে। উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, তারামণ্ডলটি চোখ ধাঁধানো গ্রাফিক্সে সাজানো হয়েছে। সেখানে ১০০টি আসন থাকছে। গোটা বিষয়টি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকছে একটি বিশেষজ্ঞ সংস্থা। আর তদারকির কাজ করবে হাওড়া পুরসভা।