বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

এক বছরে দেশে ৮৪ শতাংশ বেড়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ! ৫৯টির মধ্যে ৪৯টিই বিজেপির রাজ্যে, রিপোর্টে তোলপাড়

নয়াদিল্লি: ‘আমি হিন্দু-মুসলিম বিভাজন করি না। যেদিন করব, সেদিন রাজনীতিই ছেড়ে দেব।’ গত লোকসভা ভোটে বারাণসীতে মনোনয়ন পেশের দিনেই এক সাক্ষাৎকারে বলেছিলেন নরেন্দ্র মোদি। অথচ তার একমাস আগে থেকে তিনি খুল্লমখুল্লা ধর্মীয় মেরুকরণের তাস খেলতে শুরু করেছেন। কখনও কংগ্রেসের ইস্তাহারকে বলেছেন ‘মুসলিম লিগের ঘোষণাপত্র’, কখনও আবার ‘ওরা ক্ষমতায় এলে মা-বোনেদের মঙ্গলসূত্র কেড়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেবে’। এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দেওয়া কিংবা রামমন্দিরে ‘বাবরি তালা’ লাগানোর দাবিও করেছেন বারবার। ‘আচ্ছে দিন’, ‘সব কা সাথ, সব কা বিকাশ’ ভুলে এভাবে আম জনতাকে ধর্মের টনিক গেলানোর ফল মিলেছে হাতেনাতে। গত এক বছরে দেশে সাম্প্রদায়িক সংঘর্ষ বেড়েছে ৮৪ শতাংশ। মোট ৫৯টি এমন ঘটনা ঘটেছে ২০২৪ সালে। আর এরমধ্যে ৪৯টিই বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। সেন্টার ফর স্টাডি অব সোসাইটি অ্যান্ড সেকুলারজিমের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে সাম্প্রদয়িক সংঘর্ষের সংখ্যা ছিল ৩২। ২০২৪ সালে তা এক লাফে বেড়ে ৫৯-এ পৌঁছেছে। অর্থাৎ, এক বছরে ৮৪ শতাংশ বেড়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ। অধিকাংশ ক্ষেত্রেই নিশানা করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। মারা গিয়েছেন মোট ১৩ জন। তাঁদের মধ্যে ১০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং তিনজন হিন্দু। বছরভর চলা এমন ধর্মীয় হিংসার আঁতুড়ঘর মহারাষ্ট্র। বিজেপির নেতৃত্বে মহাযুতি জোট সেখানে ক্ষমতায়। গত বছর সে রাজ্যে মোট ১২টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। এরপর যৌথভাবে রয়েছে বিহার ও উত্তরপ্রদেশ। বিহারের মুখ্যমন্ত্রী ‘দলবদলু’ নীতীশ কুমার এখন মোদির কাছে সোনার ডিম পাড়া রাজহাঁস। প্রায়শই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ‘সব ঠিক হ্যায়’। কিন্তু তাঁর সময়কালে গৌতম বুদ্ধের বিহারের আসল চিত্রটা মোটেই ঠিক নেই। বিগত লোকসভা নির্বাচনে রামের নামে উত্তরপ্রদেশে কোনওক্রমে পার হয়েছে নির্বাচনী বৈতরণী। রামমন্দির ইস্যুকে সামনে রেখে আখের গুছিয়েছেন যোগী ও মোদি। আর সেই রামরাজ্যেই বর্তমানে সাম্প্রদায়িক সংঘর্ষ চরমে। পিছিয়ে নেই মোদির সাধের গুজরাত। যে রাজ্যকে মডেল বানিয়ে দেশকে বিশ্বগুরুতে পরিণত করার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী, সেখানেই চরম অরাজকতা। মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা ও রাজস্থানেও পরিস্থিতি প্রায় এক। 
এছাড়াও সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। বছরের ৫৯টি সংঘর্ষের ঘটনার মধ্যে ২৬টি ঘটেছে কোনও না কোনও ধর্মীয় উৎসব বা ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে। ২০২৪ সালের জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে পৃথক পৃথক চারটি হিংসার ঘটনা ঘটে। একইভাবে ফেব্রুয়ারি মাসের সরস্বতী প্রতিমার নিরঞ্জনকে ঘিরে সাতটি, গণেশ পুজোয় চারটি ও বকরি-ইদে দু’টি হিংসার ঘটনা সামনে এসেছে। বর্তমানে উপাসনাস্থল নিয়েও দানা বাঁধছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। মন্দিরের অস্তিত্ব, মসজিদের সমীক্ষা নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের জেরে প্রায় ছ’টি হিংসার ঘটনা ঘটেছে। সম্প্রতি এনিয়ে ড্যামেজ কন্ট্রোলেও নেমেছিলেন স্বয়ং সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তাঁকে বলতে শোনা যায়, রামমন্দিরের মতো ইস্যু আর চাই না দেশে। শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে কিছুতেই সমর্থন করা যাবে না। আরএসএস প্রধানের এই মন্তব্যেও মন্দির-মসজিদ বিতর্ক থামেনি।
যদিও সবকিছুতেই চক্রান্তের গন্ধ পান মোদির সেকেন্ড ইন-কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু শাহর সাফাই ছিল— এসব ‘পরিকল্পিত ষড়যন্ত্র’। কংগ্রেস জমানার ইতিহাস হাতড়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও করেছেন তিনি। কিন্তু এবার তথ্য তুলে ধরছে মোদি জমানার কঙ্কালসার চেহারাকে।
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা