বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ওয়াকফ ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম, সাসপেন্ড ১০ বিরোধী এমপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির বৈঠকে শুক্রবার তুলকালাম কাণ্ড ঘটল। রাতারাতি আলোচনার বিষয় বদলে দেওয়া এবং আগে থেকে ঘোষণা করা বৈঠকের দিন আচমকাই পরিবর্তন করে দেওয়ার প্রতিবাদে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এ রাজা, নাদিমুল হক, নাসির হোসেন, গৌরব গগৈ, অরবিন্দ সাওন্তের মতো ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। প্রতিবাদে শামিল হন আসাদউদ্দিন ওয়াইসিও। সংসদের অ্যানেক্সি বিল্ডিংয়ের মেইন কমিটি রুমের ওয়েলেও তাঁরা নেমে আসেন। তোলেন সরকার বিরোধী স্লোগান। যার জেরে ১০ বিজেপি বিরোধী সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করে দেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। 
ঘটনার প্রতিবাদে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন মোদি-শাহকে। বলেন, ‘দেশে গণতন্ত্র বলে কিছুই ঩নেই। সাংসদদের সংসদীয় কমিটির বৈঠকেই যদি গণতন্ত্র না থাকে, তাহলে দেশে আর কী করে থাকবে। এ তো জরুরি অবস্থার চেয়েও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশে স্বেচ্ছাচারী সরকার চলছে। ওয়াকফ সংক্রান্ত যৌথ কমিটি গঠন করেছেন স্পিকার ওম বিড়লা। তিনি কথা দিয়েছিলেন যে, ১৫ দিনে একবার বৈঠক ডাকা হবে। স্পিকারের নির্দেশই মানছেন না কমিটির চেয়ারম্যান। মোদি-শাহ আড়াল থেকে যা নির্দেশ দিচ্ছেন, সেটাই করছেন তিনি।’ 
তৃণমূল সাংসদ বলেন, আসলে আমাদের এই ওয়াকফ বৈঠক লোকদেখানো। কমিটির রিপোর্ট তৈরি করছেন অন্য কেউ। নরেন্দ্র মোদি, অমিত শাহ আগে থেকে সব ঠিক করে রেখেছেন। সংসদকে একেবারে তামাশার জায়গা বানিয়ে দিয়েছে ওই জুটি।’ একইভাবে ডিএমকের এ রাজা, কংগ্রেসের গৌরব গগৈ, উদ্ধবপন্থী শিবসেনার অরবিন্দ সওয়ান্তও সরব হন। এদিন সন্ধ্যায় যৌথভাবে প্রতিবাদী সাংবাদিক সম্মেলনও করেন তাঁরা।  স্পিকার ওম বিড়লাকে চিঠিও লেখেন। জানিয়ে দেন, একতরফা সিদ্ধান্ত মানব না। 
ঘটনা হল, ১৮-২০ পাটনা, কলকাতা, লখনউ, ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ কমিটির ট্যুর ছিল। সেখানেই জানিয়ে দেওয়া ২৪-২৫ ডিসেম্বর দিল্লিতে বৈঠক। বিলের ক্লজ ধরে ধরে আলোচনা হবে। কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ ২৩ রাত সাড়ে ১১ টায় বদলে দেওয়া হয় এজেন্ডা। জানানো হয়, ক্লজ বাই ক্লজ নয়। কাশ্মীরের মুত্তেহেদা মজলিশ-ই-উলেমাকে ডাকা হবে। শোনা হবে ওই সংস্থার উপদেষ্টা মিরওয়াইজ ওমর ফারুকের বক্তব্য। এবং শুক্রবার বৈঠকের শুরুতে জগদম্বিকা পাল জানান, শনিবারের বৈঠক বাতিল। পরবর্তী বৈঠক আগামী সোমবার ২৭ জানুয়ারি। আর সেটি শুনেই প্রতিবাদ করে ওঠেন কল্যাণরা। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাধারণতন্ত্র দিবসের পরেরদিনই বৈঠক ডাকা যাবে না। ৩১ জানুয়ারি করুন। যা মানতে চায়নি কমিটির চেয়ারম্যান। তাই শুরু হয়ে যায় ওয়েলে নেমে প্রতিবাদ। স্লোগান ওঠে, তানাশাহি নেহি চলেগা...। 
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা