বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

শারদ ও অজিতের ‘রুদ্ধদ্বার বৈঠক’ ঘিরে মহারাষ্ট্রে জল্পনা

পুনে: প্রকাশ্যে ‘দূরত্ব’ বজায়ই রাখলেন তাঁরা। কাকা ও ভাইপোর জন্য চেয়ার পাশাপাশি রাখা ছিল। যদিও শারদ পাওয়ারের সঙ্গে ‘দূরত্ব’ বোঝাতে মাঝে একটি আসন ছেড়ে পাশের চেয়ারে গিয়ে বসলেন অজিত। সরিয়ে নিয়ে গেলেন নিজের নেমপ্লেটটিও। বৈঠকের মঞ্চে পাশাপাশি না বসলেও পরে রুদ্ধদ্বার বৈঠক হল এনসিপির দুই শিবিরের দুই সেনাপতির। লোকচক্ষুর আড়ালে কাকা-ভাইপোর এই ‘রুদ্ধদ্বার’ বৈঠক ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তাহলে কি পাওয়ার পরিবারের ফাটল জোড়া লাগছে? সতর্ক নজর রাখছে বিজেপি সহ গোটা মহাযুতি শিবির।
চিনি শিল্পের গবেষণার কাজে যুক্ত বসন্তদাদা সুগার ইনস্টিটিউটের (ভিএসআই) বার্ষিক সাধারণ সভা ছিল পুনেতে। ইনস্টিটিউটের চেয়ারপার্সন হিসেবে যোগ দিয়েছিলেন এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার। আবার ২০২৩ এনসিপিতে ভাঙনের পর থেকে এই প্রথম সভায় এসেছিলেন শারদ-ভাইপো তথা উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। দু’জনের পাশাপাশি বসার ব্যবস্থা হলেও অজিত একটি আসন পরে গিয়ে বসেন। পরে দু’জনের মাঝে বসেন সমবায়মন্ত্রী বাবাসাহেব পাতিল। তবে দলে ভাঙন সত্ত্বেও সম্পর্কের ‘দূরত্ব’ যে কমছে, সেই ইঙ্গিত গোপন রইল না। অন্য আসনে গিয়ে বসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অজিত বললেন, ‘বাবাসাহেব কথা বলতে চাইছিলেন পাওয়ার সাহেবের সঙ্গে। আমি তো তাঁর (শারদ পাওয়ার) সঙ্গে যখন ইচ্ছা কথা বলতেই পারি। আমার স্বরও এতটা চড়া যে একটা চেয়ার দূরে থাকলেও যে কেউ আমার কথা শুনতে পাবেন।’ শুধু তাই নয়, এনসিপি বিধায়ক দিলীপ ওয়ালসি পাতিল জানিয়েছেন, পরে রুদ্ধদ্বার বৈঠকে শারদ ও অজিত দু’জনেই ছিলেন। উপস্থিত ছিলেন অন্য বেশ কয়েকজন নেতাও। মূলত চিনি শিল্পের বিভিন্ন ইস্যু নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন বলা হচ্ছে। তবে সেখানে একযোগে দুই পাওয়ারের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি তথা মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, ‘কোনও রাজনৈতিক আলোচনা হয়েছে কি না, তা আমার জানা নেই। তবে যদি রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়ে থাকে তাহলে এরকম বৈঠকে যোগ দেওয়ার আগে অজিত দাদাকে বিষয়টি মহাযুতির অন্দরে জানাতে হতো। তবে ব্যক্তিগত আলোচনা হয়ে থাকলে এটি সম্পূর্ণভাবে পারিবারিক বিষয়।’ জল্পনা বাড়িয়েছেন শারদ শিবিরের বিধায়ক রোহিত পাওয়ার। পাওয়ার পরিবারের এই সদস্য কোনও রাখঢাক না করেই বলেন, ‘দুই ক্যাপ্টেনের একমঞ্চে এসে আলোচনাকে স্বাগত জানাই।’   
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা