বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাজেটে নয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা হতে পারে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে উচ্চশিক্ষা খাতে বিপুল বরাদ্দের পথে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, এবারের বাজেটে উচ্চ শিক্ষায় ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত অর্থ বরাদ্দ করা হতে পারে। এক্ষেত্রে বিশেষ নজর থাকবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর।
আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশে নতুন একটি বা দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা থাকতে পারে এবারের বাজেটে। বিজেপি শাসিত কোনও রাজ্যেই নয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির পথে হাঁটতে পারে কেন্দ্রের মোদি সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষে উচ্চ শিক্ষায় ৪৭ হাজার ৬১৯ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। যা তার আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ বেশি। 
এই মুহূর্তে দেশজুড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৪টি। তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে একটি। শান্তিনিকেতনের বিশ্বভারতী। ২০২৪-২৫ আর্থিক বছরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার ৯২৮ কোটি টাকা। ২০২৫-২৬ আর্থিক বছরে এই খাতে বাজেট বরাদ্দের পরিমাণ আরও অন্তত চার হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন।
শিক্ষা খাতে সেভাবে টাকা খরচ করে না কেন্দ্রের মোদি সরকার। সমীক্ষার রিপোর্টকে হাতিয়ার করে বিভিন্ন সময় এমন অভিযোগ তোলে বিরোধীরা। প্রধানত সেই কারণেই এই মুহূর্তের নির্বাচনী আবহে এই অভিযোগ ঝেড়ে ফেলতে তৎপর হয়েছে গেরুয়া শিবির।
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা