বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জম্মুর গ্রামে ১৭ জনের রহস্যমৃত্যুর জন্য দায়ী বিষ, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

জম্মু: হঠাত্ অসুস্থতা, আর তারপরেই মৃত্যু। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাধাল গ্রামে এভাবেই মৃত্যু হয়েছে ১৭ জনের। প্রাথমিকভাবে এতগুলি মৃত্যুর জন্য কোনও ভাইরাস বা ব্যাকটিরিয়া সংক্রমণকেই দায়ী করা হচ্ছিল। কিন্তু পরপর মৃত্যুর জন্য এবার বিষক্রিয়াকেই দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সম্প্রতি সেতুর উদ্বোধনে কাঠুয়ায় গিয়েছিলেন তিনি। সেখানে মন্ত্রী জানান, লখনউয়ের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ টক্সিকোলজি ল্যাবরেটরির রিপোর্টে বলা হয়েছে, মৃতদের শরীরে বিষের অস্তিত্ব পাওয়া গিয়েছে। দ্রুতই রহস্যের সমাধান করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, তদন্তে যদি দেখা যায় এই বিষ ইচ্ছাকৃতভাবে প্রয়োগ করা হয়েছে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
এইমসের ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের প্রধান ডাঃ সুধীর গুপ্তা জানিয়েছেন, এই বিষ প্রাকৃতিক বা রাসায়নিক-যে কোনও ধরনের হতে পারে। কোনও কীটনাশক বা গ্যাস থেকেও বিষক্রিয়া ছড়াতে পারে। বিষের প্রকৃতি বোঝার জন্য আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। 
৭ ডিসেম্বর থেকে বাধাল গ্রামে মৃত্যুমিছিল শুরু হয়। বাসিন্দারা জানিয়েছেন, মারা যাওয়ার আগে অনেকের জ্বর, গা-ব্যথা, বমি ভাব, প্রবল ঘাম ও জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা গিয়েছিল। মৃত ১৭ জনই তিনটি পরিবারের সদস্য। এছাড়া দুই শিশু সহ অন্তত পাঁচজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়। তাঁদের নিউরো-টক্সিসিটির (স্নায়ুতন্ত্রে বিষক্রিয়ার প্রভাব) লক্ষণ দেখা গিয়েছে। আর এরপরেই চিকিত্সকরা কার্যত নিশ্চিত সংক্রমণ থেকে কারও মৃত্যু হয়নি।
এদিকে, এতজনের মৃত্যুর পর আতঙ্ক গ্রাস করেছে বাধালের বাসিন্দাদের। মৃতদের পরিবারের সদস্য ও তাঁদের সংস্পর্শে এসেছিলেন এমন ৪০ জনকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। রাজৌরির জেলাশাসক জানিয়েছেন, নজরদারির জন্য গ্রামে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বাসিন্দাদের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হচ্ছে। গ্রামের একটি জলাধারে কীটনাশকের সন্ধান মেলায় তা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। তবে তাতে মৃত্যুমিছিল আটকানো যায়নি। গ্রামবাসীদের বোতলবন্দি জল দিচ্ছে প্রশাসন। 
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা