বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, হত ৮

মুম্বই: সাত সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের ভান্ডারা জেলা। একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণটি ঘটে। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে কারখানার একটি ছাদ। তার নীচে চাপা পড়ে পড়েন কমপক্ষে ১৩ থেকে ১৪ জন শ্রমিক। তাঁদের মধ্যে ছ’জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অর্ডন্যান্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। কারখানার এলটিপি সেকশনে বিস্ফোরণটি ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিস্ফোরণে তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে শব্দ শোনা গিয়েছে। জেলাশাসক সঞ্জয় কোলতে বলেন, ঘটনার পর সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। অ্যাম্বুলেন্সে আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া শ্রমিকদের বের আনার চেষ্টা চলছে। বিকেলে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারিও বলেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে আটজনের। এছাড়াও জখম হয়েছেন সাতজন। আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এদিকে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনীতি। কারখানায় বিস্ফোরণের জন্য মোদি সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে। ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না হওয়ায় জেরে বিস্ফোরণ ঘটেছে বলে তাঁর অভিযোগ।
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা