বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কোনও ধর্মেই লাউড স্পিকারের ব্যবহার আবশ্যক নয়,  বলল বম্বে হাইকোর্ট

মুম্বই: কোনও ধর্মেই লাউড স্পিকারের ব্যবহার আবশ্যক নয়। দু’টি হাউজিং অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। শুধু তাই নয়, পুলিসকে আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এবিষয়ে বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, মাত্রাতিরিক্ত শব্দ স্বাস্থ্যের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। লাউড স্পিকার ব্যবহারে অনুমতি না দেওয়ার অর্থ কোনও নাগরিকের ব্যক্তিগত অধিকার খর্ব বোঝায় না।
কুরলা ইস্টের দু’টি হাউজিং অ্যাসোসিয়েশন বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের অভিযোগ ছিল, এলাকাটি সাইলেন্ট জোন। অনেকগুলি স্কুল ও হাসপাতাল রয়েছে। যদিও আশপাশের মসজিদগুলিতে বিশেষত ভোরে ও বেশি রাতে লাউড স্পিকারের মাত্রাতিরিক্ত আওয়াজে শব্দদূষণ হচ্ছে। বহুবার অভিযোগ করা সত্ত্বেও শব্দদূষণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ না করে পুলিস ও পুর কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। দুই হাউজিং অ্যাসোসিয়েশন তাদের আবেদনে বলে, আজান সহ বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালনের জন্য লাউড স্পিকারের ব্যবহারের ‌ফ঩লে শান্তি বিঘ্নিত হচ্ছে। লঙ্ঘন করা হচ্ছে ২০০০ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) আইন ও ১৯৮৬ সালের পরিবেশরক্ষা আইনের বিভিন্ন ধারা। এই আবেদনের ভিত্তিতেই বিচারপতি আজয় গাদকারি ও শ্যাম চন্দককে নিয়ে গড়া বেঞ্চ বলেছে, জনস্বার্থের কথা মাথায় রেখেই অনুমতি (লাউড স্পিকারের) দেওয়া উচিত নয়। এধরনের অনুমতি না দিলে ভারতীয় সংবিধানের ১৯ ও ২৫ অনুচ্ছেদে বর্ণিত অধিকারগুলি লঙ্ঘিত হয় না। মাত্রাতিরিক্ত শব্দ যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একথা উল্লেখ করে বম্বে হাইকোর্ট আরও বলেছে, কোনও ধর্মই অন্যের শান্তি বিঘ্নিত করে প্রার্থনার কথা বলে না। লাউড স্পিকারের ব্যবহার বা ঢাকঢোল পেটানোর কথাও বলে না। এক্ষেত্রে একটি মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথাও উল্লেখ করেছে হাইকোর্ট। আদালত স্পষ্ট ভাষায় বলেছে, শব্দদূষণের অভিযোগ এলে পরিবেশরক্ষা আইন ও মহারাষ্ট্র পুলিস আইনের ৩৮, ৭০, ১৩৬ ও ১৪৯ ধারায় ব্যবস্থা নিতে পুলিস বাধ্য। অভিযোগকারীকে প্রতিশোধমূলক হামলার হাত থেকে বাঁচাতে পরিচয় অজ্ঞাত রেখেই যাতে অভিযোগ করা যায়, তারও ব্যবস্থা করতে হবে। বসতি এলাকায় শব্দসীমা যাতে দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেলের বেশি না হয়, পুলিসকে তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গেই বম্বে হাইকোর্ট জানিয়েছে, নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা হিসেবে জরিমানা ধার্য করা বা লাউড স্পিকার, অ্যামপ্লিফায়ার ও অন্যান্য গেজেট বাজেয়াপ্ত করার ক্ষমতা পুলিসের রয়েছে। মহারাষ্ট্র সরকারকে আদালত বলেছে, শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে অটো-ডেসিবেল লিমিট থাকা ক্যালিবারেটেড সাউন্ড সিস্টেমের মতো সরঞ্জাম ব্যবহারের নির্দেশ জারি করতে হবে।   
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা