বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাড়ছে ভেজাল ওষুধের রমরমা,   অধিকাংশ তৈরি হচ্ছে ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: দেশে ক্রমশ বাড়ছে জাল ও নিম্নমানের ওষুধ। আগের চেয়ে ধরা পড়ছে অনেক বেশি। শুক্রবার একথা মেনে নিল কেন্দ্র। উল্লেখযোগ্য বিষয় হল, ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে তৈরি ওষুধের মান নিয়েই উঠছে প্রশ্ন। গত ডিসেম্বরে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) তাদের গবেষণাগারে যেসব নমুনা পরীক্ষা করেছে, তার মধ্যে উত্তরাখণ্ড, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো রাজ্যে তৈরি ওষুধে মান নিয়ে প্রশ্ন উঠেছে সবথেকে বেশি। হয় সেগুলি ভেজাল অথবা নিম্নমানের।  
ডিসেম্বরে দেশজুড়ে মোট ১৩৫ রকমের নিম্নমানের ওষুধ ধরা পড়েছে। সরকারি ভাষায় যা ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি।’ এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক ও পেইনকিলার। নভেম্বর মাসে ধরা পড়েছিল ১১১টি নিম্নমানের ওষুধ। তার আগে অক্টোবরে সংখ্যাটা ছিল ৯০। ফলে জাল তথা নিম্নমানের ওষুধ যে বাড়ছে, তা বলছে কেন্দ্রের দেওয়া তথ্যই। যদিও সরকারের কর্তাদের বক্তব্য, এই বিষয়ে রাজ্যগুলি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে। তার ফলে বেশি সংখ্যায় ধরা পড়ছে জাল ও নিম্নমানের ওষুধ। 
সিডিএসসিও-র গবেষণাগারে গত ডিসেম্বরে যেসব নিম্মমানের ওষুধ ধরা পড়েছে,তার মধ্যে ১৯টি তৈরি হয়েছে উত্তরাখণ্ডে। গুজরাতে আটটি। হরিয়ানায় তিন। মুম্বইয়ে চার। কলকাতার তিনটি কোম্পানির ওষুধ নিম্নমানের বলে পাওয়া গিয়েছে।
দেশের বাজারে নিম্ন মানের ওষুধের সমস্যা নতুন নয়। সরকারের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ অর্থবর্ষে ২ লক্ষ ২৩ হাজার ওষুধের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৫৯৩টি ছিল ভেজাল। আর নিম্নমানের ৯ হাজার ২৬৬টি। একইসঙ্গে ন্যাশনাল সাম্পেল সার্ভে অব ড্রাগসে’র তথ্য বলছে, সরকারি ব্যবস্থায় যে ওষুধ কেনা হয়, তার ১০ শতাংশই নিন্মমানের। যার মধ্যে রয়েছে সুগার প্রেশারের পাশাপাশি ক্যান্সারের মতো রোগের ওষুধও।  তবে প্রতি মাসে বেশি সংখ্যায় নিম্নমানের ওষুধ ধরা পড়ার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। চিন্তিত কেন্দ্রও। তাই আরও বেশি তল্লাশি অভিযান চালানো হবে বলে ঠিক হয়েছে।
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা