বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ছুরির আঘাতে ধরে রাখতে পারিনি আততায়ীকে, বয়ান রেকর্ড সইফের

মুম্বই: স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে কথা বলছিলেন। ‘সৎগুরু শরণ’ আবাসনের ১১ তলায়। নিজেদের বেডরুমে। আচমকা তীক্ষ্ণ চিৎকার। ভালো করে খেয়াল করলেন সইফ আলি খান। বুঝলেন, ছোট ছেলে জাহাঙ্গিরের (জেহ) পরিচারিকা এলিয়াম্মা ফিলিপের গলা। ছুটে গেলেন। দেখলেন এক আততায়ী। তারপর শুরু ধস্তাধস্তি, ছ’টি ছুরির কোপ, হাসপাতালে যাওয়া… ঘটনার ঘনঘটা।  
গত ১৬ জানুয়ারি ভয়াবহ এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা মুম্বই তথা দেশকে। প্রায় এক সপ্তাহ পর শুক্রবার এই ঘটনায় অভিনেতার বয়ান রেকর্ড করল মুম্বই পুলিস। সূত্রের খবর, সইফ বয়ানে জানিয়েছেন, জেহ হাউমাউ করে কাঁদছিল। সইফ ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ধরে ফেলেন পিছন থেকে। আচমকা সে ছুরি দিয়ে কোপ বসাতে শুরু করে। ফলে আলগা হয়ে যায় সইফের বাঁধন। তাঁর কথায়, ‘আমি পিছন থেকে জাপ্টে ধরেছিলাম আততায়ীকে। তবে ছুরির আঘাতের ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ি। আর পারিনি আটকে রাখতে।’ সইফ জানান, ধস্তাধস্তির সময় এলিয়াম্মা পালিয়ে যান জাহাঙ্গিরকে নিয়ে। আহত অবস্থায় হামলাকারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন সইফ। আটকে দেন একটি ঘরে। যদিও সে পরে কখন পালিয়ে গিয়েছিল, তার জবাব মেলেনি। সেদিন রাত সাড়ে তিনটে নাগাদ রক্তাক্ত অবস্থায় সইফকে অটোয় চাপিয়ে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সইফ। এই ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশি নাগরিক মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে পুলিস। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মুম্বইয়ের এক আদালতের বিচারক। গত রবিবার থানে থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিনই তাকে কোর্টে পেশ করা হয়। পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুক্রবার ফের তাকে কোর্টে পেশ করা হলে আরও পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ হয়। যদিও শরিফুলের বাবা মহম্মদ রুহুল আমিন ফকির দাবি করেছেন, সিসি ক্যামেরায় আততায়ী হিসেবে যার ছবি দেখা গিয়েছিল, সে শরিফুল নয়। তাঁর দাবি, ‘আমার ছেলে কখনওই বড় চুল রাখেনি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ও দেশ ছাড়ে। ও কখনওই এ ধরনের কাজ করতে পারে না।’ যদিও পুলিসের দাবি, শরিফুলের হাতের ছাপ ঘটনাস্থলে পাওয়া গিয়েছে।
11d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা