বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আপ সুপ্রিমোর গাড়ি লক্ষ্য করে ইট, ভাড়াটেরাও বিনামূল্যে বিদ্যুত্, জলের সুবিধা পাবেন: কেজরি

নয়াদিল্লি: শুক্রবার বিজেপি ঘোষণা করেছিল, দিল্লি বিধানসভা ভোটে জিতলে তারা মহিলাদের ২৫০০ টাকা করে অনুদান দেবে। পাশাপাশি অন্তঃসত্ত্বাদের জন্য ২১ হাজার টাকা আর্থিক সাহায্যের মতো একাধিক অনুদানের কথাও ঘোষণা করেছিল পদ্ম শিবির। উদ্দেশ্য স্পষ্ট, আম আদমি পার্টির সঙ্গে লড়াইয়ে আর্থিক সহায়তাকেই (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষায় ‘রেউড়ি’) হাতিয়ার করা। তার একদিন কাটতে না কাটতেই নতুন প্রতিশ্রুতি ঘোষণা করে দিলেন আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শনিবার তিনি জানালেন, বিনামূল্যে বিদ্যুত্ ও জলের সুবিধা যাতে কোনও বাড়ির ভাড়াটেরাও পান, তা নিয়ে পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা। ফের ক্ষমতায় এলেই আপ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিন সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘বাড়ি ভাড়া নিয়ে যাঁরা দিল্লিতে থাকেন তাঁরা আমাকে প্রায়শই বলেন যে, ভালো স্কুল ও হাসপাতালের সুবিধা পেলেও বিনামূল্যে বিদ্যুত্ ও জলের সুবিধা তাঁরা পান না।’ এই ভাড়াটেদের অনেকেই পূর্বাঞ্চল থেকে আসেন বলে জানিয়ে আপ সুপ্রিমোর আশ্বাস, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি যে, নির্বাচনের পর ভাড়াটেরাও বিনামূল্যে বিদ্যুত্ ও জলের সুবিধা পাবেন।’ এদিকে, শনিবার অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিন নয়াদিল্লি বিধানসভা এলাকায় প্রচার করছিলেন ওই কেন্দ্রের প্রার্থী কেজরিওয়াল। সেই সময় বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মার লোকজন কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। এ সংক্রান্ত  ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপের তরফে অভিযোগ করা হয়, হারের ভয়েই বিজেপির গুন্ডারা কেজরিওয়ালের উপর হামলা চালিয়েছে, যাতে তিনি প্রচার করতে না পারেন। দিল্লির মানুষ এর জবাব দেবে বলেও দাবি করেছে আপ। পাল্টা প্রবেশ শর্মা এক্স হ্যান্ডলে অভিযোগ তুলেছেন, কেজরিওয়ালের গাড়ি দুই তরুণকে ধাক্কা মারে। দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। উনি মানুষকে গুরুত্ব দিতে ভুলে গিয়েছেন।
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা