বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সইফের উপর হামলা: ছত্তিশগড় থেকে ধৃত মূল অভিযুক্ত আকাশ

মুম্বই: অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় নয়া মোড়। শনিবার ছত্তিশগড়ের দুর্গ স্টেশন থেকে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে। তাকে প্রথমে আটক করে রেল পুলিস। রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মুম্বই-হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে চেপেছিল। মুম্বই পুলিসের কাছ থেকে খবর পেয়ে ট্রেনেই তাকে আটক করে রেল পুলিস। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ছত্তিশগড় পৌঁছেছে মুম্বই পুলিস। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই জানিয়েছেন, মূল অভিযুক্তকে দুর্গ থেকে গ্রেপ্তার করেছে আরপিএফ। মুম্বই পুলিস তাকে হেফাজতে নেবে। গত বুধবার গভীর রাতে অভিনেতার বাড়িতে ঢুকে তাঁর উপর ছ’বার ছুরির কোপ বসায় এক দুষ্কৃতী। কোনও গ্যাংয়ের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে মুম্বই পুলিস স্পষ্ট জানিয়েছিল— এক ব্যক্তিই এই ঘটনার সঙ্গে জড়িয়ে। চুরির উদ্দেশে কিছু না বুঝেই সে ঢুকেছিল অভিনেতার বাড়িতে।  
শনিবার ওই সন্দেহভাজন যুবকের উপস্থিতির খবর পায় মুম্বই পুলিস। তৎক্ষণাৎ সতর্ক করা হয় রেল পুলিসকে। পাঠানো হয় তার ছবি ও লোকেশনের তথ্য। তার উপর ভিত্তি করে এদিন দুপুর দু’টো নাগাদ সাধারণ পোশাকে রেলপুলিস তাকে আটক করে ছত্তিশগড়ের দুর্গ স্টেশনে। বিনা টিকিটে জেনারেল কম্পার্টমেন্টে যাতায়াত করছিল সে। সন্দেহভাজনের নাম আকাশ কৈলাস কানোজিয়া। ভিডিও কল ও ছবির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। আরপিএফ কর্তা মনোজ যাদব বলেন, ‘মুম্বই পুলিস জানিয়েছে, আকাশই সইফের উপর হামলা চালিয়েছিল।’ আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য রাত আটটা নাগাদ মুম্বই পুলিসের একটি দল বিমানে ছত্তিশগড়ে পৌঁছয়। আরপিএফ ও পুলিস যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশের দাবি, সে মুম্বইয়ের বাসিন্দা। প্রথমে নাগপুরে যাওয়ার কথা বললেও পরে বয়ান বদলে আকাশ  জানায়, ছত্তিশগড়ের বিলাসপুরে এক আত্মীয়র সঙ্গে দেখা করতে যাচ্ছিল সে। সইফের বাড়ি থেকে একটি ছুরির ভাঙা টুকরো উদ্ধার করেছে পুলিস।
এর আগে শনিবার সকালে মধ্যপ্রদেশ থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছিল বলে জানা যায়। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়। যদিও পরে জানা যায়, ওই ব্যক্তিকে অন্য একটি ঘটনায় আটক করা হয়েছিল। সইফের উপর হামলায় তার কোনও যোগ নেই। 
বৃহস্পতিবার সকাল থেকেই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিস। বিভিন্ন রেল স্টেশনের সিসি ক্যামেরায় তার ছবি ধরা পড়ে। বান্দ্রা স্টেশন থেকে ট্রেনে চেপে অন্য কোনও রাজ্যে পালাতে চেয়েছিল সে। বিষয়টি জানার পরেই মুম্বই পুলিস প্রতিটি স্টেশনে অ্যালার্ট পাঠায়। এর আগে শনিবারই প্রকাশ্যে আসা একটি ফুটেজে দেখা গিয়েছে, সইফের উপর হামলা চালানোর পরের দিন দাদারের একটি দোকান থেকে হেডফোন কিনছে অভিযুক্ত।
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা