বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ছেলেকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে সইফ, বয়ান রেকর্ড করিনার

মুম্বই: ‘ও ভয়ঙ্কর, হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে সইফের উপর। এলোপাথাড়িভাবে ছুরি চালাচ্ছিল’, বুধবার গভীর রাতে সইফ আলি খানের উপর হামলার বর্ণনা। দিচ্ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খান। উদ্বিগ্ন, চিন্তিত কণ্ঠস্বর। করিনা জানান, জীবনের তোয়াক্কা করেননি সইফ। ছোট ছেলে জাহাঙ্গিরের ঘরে ঢুকে পড়েছিল ওই দুষ্কৃতী। আক্রমণ করেছিল একজন মহিলা পরিচারকের উপর। তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন অভিনেতা। লক্ষ্যে বাধা আসায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ওই দুষ্কৃতী। ছুরি চালায় সইফের উপর। তাঁর সাদা কুর্তা লাল হয়ে উঠেছিল। তাও ছাড়েননি সইফ। তাঁর সজাগ হওয়ার জন্যই পাতৌদি হাউস থেকে চুরি যায়নি কিছুই। করিনা বলেন, ‘একটি জিনিসেও হাত দিতে পারেনি সে।’ হামলার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন করিনার দিদি করিশ্মা কাপুর। বোন ও জাহাঙ্গিরকে সঙ্গে নিয়ে যান নিজের বাড়িতে। রাত থেকেই তৈমুর ছিল বাবার সঙ্গে। অটোয় চেপে লীলাবতী হাসপাতালে যান সইফ। সঙ্গে ছিল খুদে তৈমুর। ধীরে ধীরে আতঙ্কের রেশ কাটিয়ে উঠছে সইফের পরিবার। সুস্থতার পথে এগচ্ছেন সইফও। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেতা। যদিও সে সম্পর্কে এখনই নিশ্চিত কিছু জানাননি চিকিৎসকরা। 
এদিকে, তদন্তে নেমে পুলিস সইফ-করিনার বাসভবনে গুরুতর নিরাপত্তা গাফিলতি দেখেছে। ঢোকার মুখে বা ওই বাসভবনের ভিতরে কোনও ব্যক্তিগত দেহরক্ষী ছিল না। পর্যাপ্ত নজরদারি ক্যামেরাও সেখানে নেই। এমনকী কোনও রেজিস্টরৈ লগ-বুকও নেই।
22d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা