বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ইন্ডিয়া জোট অটুট, জল্পনা উড়িয়ে দাবি অখিলেশের

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই ইন্ডিয়া জোটের অন্দরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলার ইঙ্গিত দিয়েছে আরজেডি।  ‘ইন্ডিয়া’ জোট আদৌ বর্তমানে টিকে আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। এমনকী, বিরোধী জোটের দুরাবস্থার জন্য কংগ্রেসের দিকে সরাসরি আঙুল তুলেছে শিবসেনাও। আর তাতে জল্পনা ছড়িয়েছিল, তাহলে কি লোকসভার নির্বাচনের পরেই ভাঙন ধরেছে? রবিবার সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলিকে একত্রিত করতে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। সমাজবাদী পার্টি এই জোটকে শক্তিশালী করতে এখনও বদ্ধপরিকর। যে সব দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাদের পাশেও থাকব আমরা।’ জোট পরিচালনা ঘিরে শরিক দলগুলির নেতাদের উষ্মাপ্রকাশ নিয়ে মুখ খুলেছে কংগ্রেস। দলের সাংসদ মণীশ তিওয়ারির বক্তব্য, ‘ভারতের আত্মাকে রক্ষা করতে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। শুধুমাত্র লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য নয়। ভোটে এই জোট দারুণ লড়াই করেছে। বিভিন্ন জায়গায় বিজেপির দাপট খর্ব করেছে। সব নেতারা মিলেই ভবিষ্যত্ পরিকল্পনা ঠিক করবেন।’
অন্যদিকে, আগের বক্তব্য থেকে সরে এসেছেন শিবসেনা (উদ্ধবপন্থী) নেতা সঞ্জয় রাউত। আগে তিনি বলেছিলেন, লোকসভা ভোটে বিরোধীদের ভালো ফল করার পর বৃহত্তম শরিক হিসেবে এই জোটকে টিকিয়ে রাখার দায়িত্ব কংগ্রেসের। যদিও এদিন সঞ্জয় বলেছেন, ‘এমভিএ তৈরি হয়েছিল বিধানসভা নির্বাচনের জন্য। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল লোকসভা ভোটের কথা মাথায় রেখে। স্থানীয় স্তরের নির্বাচনের মাধ্যমে দলের সংগঠন শক্তিশালী হয়। কর্মীদের মনোবল বাড়ে। ইন্ডিয়া জোট বা এমভিএকে ভেঙে দেওয়ার কথা আমি বা আমার দল কখনই বলেনি।’ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, দিল্লির নির্বাচন আপের সঙ্গে বিজেপির লড়াই, ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই নয়।
23d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা