বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নমামি গঙ্গে: বাজেট বরাদ্দের অধিকাংশ টাকাই খরচ হয়নি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ আর্থিক বছর। নমামি গঙ্গে প্রকল্প শুরুর পর থেকে প্রায় কোনও বছরই বাজেটে বরাদ্দকৃত অর্থ পুরো খরচই হয়নি। কখনও ৭০ শতাংশ, আবার কখনও ৯২ শতাংশ অর্থই অব্যবহৃত রয়ে গিয়েছে। বাজেটে বরাদ্দ হওয়ার অর্থ খরচের নিরিখে তুলনায় ভালো ছিল শুধুমাত্র ২০২১-২২ আর্থিক বছর। কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই নমামি গঙ্গে প্রকল্পের এহেন ছবি স্পষ্ট হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের এই নমামি গঙ্গে প্রকল্পের এমন হাল দেখে চোখ কপালে উঠছে বিশেষজ্ঞ মহলের। প্রশ্ন উঠছে, আদৌ কি নমামি গঙ্গে নিয়ে বিন্দুমাত্র সচেতন কেন্দ্রের বিজেপি সরকার? জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। 
কেন্দ্রে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেই ২০১৪ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অন্যতম উদ্দেশ্য প্রধানত চারটি। নিকাশি পরিকাঠামোর উন্নয়ন, রিভার-ফ্রন্ট ও রিভার-সারফেসের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নদী তীরবর্তী শহরের কলকারখানা থেকে দূষিত বর্জ্য জলে মিশছে কি না, তার দিকে কড়া নজর রাখা। প্রয়োজনে যথাযথ পদক্ষেপ করা। সামগ্রিকভাবে এ যাবৎ পর্যন্ত প্রকল্পের মোট বাজেট বরাদ্দের মাত্র ৫১ শতাংশ অর্থ খরচ হয়েছে নমামি গঙ্গেতে।
23d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা