বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কাউন্সেলিংয়ের নামে মাদক খাইয়ে যৌন নির্যাতন অন্তত ৫০ ছাত্রীকে! 

নাগপুর: পেশায় মনোবিদ। কাজ— মানসিক সমস্যায় আক্রান্ত পড়ুয়াদের সাহায্য করা। কিন্তু, কাউন্সিলিংয়ের আছিলায় ছাত্রীদের ডেকে বা বেড়াতে নিয়ে গিয়ে চলত যৌন নির্যাতন এবং সেই ছবি তুলে রেখে ব্ল্যাকমেলিং! বিগত ১৫ বছর ধরে এই কুকীর্তির  ‘শিকার’ অন্তত ৫০ জন পড়ুয়া। এমনই চাঞ্চল্যকর অভিযোগে মহারাষ্ট্রের নাগপুরের এক মনোবিদকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় হুদকেশ্বর থানার পুলিসের নজরে রয়েছেন অভিযুক্তের ছাত্রী তথা স্ত্রী ও অন্য এক মহিলা। আপাতত ওই দুই মহিলা গা-ঢাকা দিয়েছেন। 
সম্প্রতি এক নির্যাতিতা পুলিসের দ্বারস্থ হয়েছিলেন। তারপরই ওই মনোবিদের কুকীর্তির পর্দাফাঁস হয়। ২৭ বছরের ওই নির্যাতিতার অভিযোগ, ছাত্রাবস্থায় ওই মনোবিদের কাছে গিয়েছিলেন। তখনই তাঁর গোপন মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন অভিযুক্ত। সেই ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করা হচিছল। বর্তমানে বিবাহিত ওই মহিলার সঙ্গে ফের যোগাযোগ করেন মনোবিদ। ‘দাবি’ না মানলে মহিলার সমস্ত ছবি স্বামীকে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এবার আর চুপ থাকেননি অভিযোগকারিণী। স্বামীকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ জানান তিনি। তদন্তে জানা গিয়েছে, কাউন্সিলিংয়ের নাম করে ছাত্রীদের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়ে যেতেন ওই মনোবিদ। সেখানে তাঁদের মাদক খাইয়ে যৌন কার্যকলাপে লিপ্ত হতেন। সেইসঙ্গে গোপন মুহূর্তের ছবিও তুলে রেখে চলত ব্ল্যাকমেলিং। অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করার পর এমনই বেশ কিছু নথি মিলেছে। তদন্তকারীরা জানিয়েছেন,বিদর্ভের বিভিন্ন  প্রান্তে ক্যাম্প আয়োজন করতেন ওই কাউন্সিলার। সেখানে পাার্সোনালিটি ডেভেলপমেন্ট ও গ্রুমিংয়ের জন্য তাঁর প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরামর্শ দিতেন। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে নিজেই কথা বলতেন অভিযুক্ত। এভাবেই ফাঁদ পাততেন অভিযুক্ত মনোবিদ। বারবার প্রতারণার শিকার হলেও গোপন মুহূর্তের ছবি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কেউই মুখ খুলতেন না। 
23d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা