বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

শিক্ষক-চিকিৎসক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

নয়াদিল্লি: সম্প্রতি  শিক্ষক-চিকিৎসক নিয়োগ করা হয়েছে বিজেপি শাসিত রাজস্থানে। কিন্তু, কোন বিভাগে কত শূন্যপদ, স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞাপ্তিতে সেব্যাপারে কোনও তথ্য ছিল না। জেলাভিত্তিক বা কলেজভিত্তিক কত আসন ফাঁকা, তাও জানানো হয়নি। নিয়োগ প্রক্রিয়া এই অনিয়ম ও অস্বচ্ছ্বতা নিয়ে সুর চড়িয়েছে  ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট (ইউডিএফ)। শুধু তাই নয়, তাদের অভিযোগ, বদলির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম বা মেধাকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি। 
গত মাসে প্রায় দেড় হাজার পদে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজস্থান সরকার। কিন্তু, তার কোনও বিস্তারিত ব্যাখ্যা ছিল না। অর্থাৎ কোনও বিভাগে, কোন কলেজে কত আসন শূন্য, সেসব কিছুই জানায়নি তারা। এই অস্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউডিএফ। পাশাপাশি, বদলির ক্ষেত্রে এই সংগঠনের অভিযোগ, বাড়ির কাছে পোস্টিং চাইলেও কেউ কেউ কয়েকশো কিলোমিটার দূরে নিয়োগ পেয়েছেন। এর কারণ জানতে চাইলে সরকারের জবাব, সংশ্লিষ্ট হাসপাতালে ফাঁকা পদ নেই। স্বাস্থ্যদপ্তরের এই যুক্তি মানতে নারাজ ইইডিএফ। তাঁদের পাল্টা প্রশ্ন, যদি কোনও শূন্যপদই না থাকে, তাহলে ওই হাসপাতালগুলিকে কেন অপশনে রাখা হয়েছিল? সংগঠনের ‘চাপে’ পড়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ  করেছিল রাজস্থান মেডিক্যাল এডুকেশন সোসাইটি। সেখানে বদলিতে আগ্রহী চিকিৎসকদের অনলাইনে আবেদনের কথা বলা হয়েছিল। সার্বিক অবস্থা নিয়ে তাই উদ্বেগ প্রকাশ করেছে ইউডিএফ। 
এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা নেই। স্বাস্থ্যদপ্তর খেয়ালখুশি মতো চলছে। সেকারণেই ৫০ শতাংশ চিকিৎসকই কাজে যোগ দেননি। তৃণমূলস্তরের তথ্য বিশ্লেষণ করে এমনই পরিসংখ্যান উঠে এসেছে। বদলি নিয়ে নয়া বিজ্ঞপ্তিকেও ‘লোক দেখানো’ বলেও কটাক্ষ করেছে তারা। ইউডিএফের প্রেসিডেন্ট ডাঃ লক্ষ্য মিত্তিলের অভিযোগ, উপরের দিকে র‌্যাঙ্ক করে কাউন্সিলিংয়ে বসেও অনেকে পছন্দের পোস্টিং পাননি। সমাগ্রিক বিষয় তুলে ধরে রাজ্য সরকারকে চিঠিও পাঠিয়েছে সংগঠন। তাতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে।
23d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা