বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

৮০ ছাত্রীকে জামা খুলিয়ে বাড়ি পাঠালেন প্রিন্সিপাল

রাঁচি: সামনেই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। স্কুলের শেষদিনে তাই ‘পেন ডে’ উদযাপনে মেতে উঠেছিল ছাত্রীরা। আর নিয়মিত দেখা হবে না। তাই একে অন্যের ইউনিফর্মে লিখে নিজেদের অনুভূতির কথা জানিয়েছিল তারা। অপরাধ এটুকুই। এতে রীতিমতো অসন্তুষ্ট হন প্রিন্সিপাল। সাজা হিসেবে ছাত্রীদের জামা খুলে ফেলতে বলেন। শেষপর্যন্ত শুধুমাত্র ব্লেজার পরেই বাড়িতে ফিরতে হল স্কুলের ৮০ জন ছাত্রীকে। ঝাড়খণ্ডের একটি বেসরকারি স্কুলের এই ঘটনায় প্রিন্সিপালের আচরণে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাঁরা প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। প্রিন্সিপাল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। 
সূত্রের খবর, ছাত্রীদের জামায় নানা ধরনের মন্তব্য পড়ে ক্ষুব্ধ হন প্রিন্সিপাল। এভাবে তারা স্কুলের বাইরে গেলে বিষয়টি নিয়ে নানা কথা হতে পারে। তাই তড়িঘড়ি জামা খুলে রেখে ছাত্রীদের বাড়ি যেতে বলেন তিনি। এর তীব্র প্রতিবাদ জানায় পড়ুয়া ও তাদের অভিভাবকরা। এনিয়ে শনিবার ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাঁচ সদস্যের একটি কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রিন্সিপালের কড়া সমালোচনা করেছেন স্থানীয় বিধায়ক রাগিনী সিংও। তিনি বলেন, ‘অত্যন্ত লজ্জার বিষয়। ভেবে অবাক লাগছে। একজন মহিলা হয়ে কীভাবে তিনি এই কাজ করেন? ঘটনার পর থেকেই লজ্জায়-ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে ওই ছাত্রীরা। দ্রুত তদন্ত করে দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
23d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা