দেশ

অনুপ্রবেশে মদত, ইডির আতসকাচে কানাডার কলেজ

নয়াদিল্লি: কানাডা সীমান্ত দিয়ে ভারতীয়দের আমেরিকায় অনুপ্রবেশে সহায়তার অভিযোগ। এরই সঙ্গে জড়িয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনা। ইতিমধ্যে এই চক্রের তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। আর সেই সূত্রে এবার তদন্তকারীদের স্ক্যানারে কানাডার বেশ কয়েকটি কলেজ ও একাধিক ভারতীয় সংস্থা। অভিযোগ, তাদের মদতেই অবৈধভাবে কানাডা সীমান্ত পার করিয়ে আমেরিকায় পাঠানো হয় ভারতীয়দের। এক্ষেত্রে জন প্রতি ৫৫-৬০লক্ষ টাকা নেওয়া হয়।
২০২২ সালের ১৯ জানুয়ারি। অবৈধভাবে কানাডা সীমান্ত পার করে আমেরিকায় ঢুকতে গিয়ে মৃত্যু হয় গুজরাতের এক পরিবারের চার সদস্যের। পরে এই ঘটনায় ভবেশ অশোকভাই প্যাটেল ও আরও কয়েকজনের বিরুদ্ধে আমেদাবাদ পুলিসের কাছে এফআইআর দায়ের হয়। এরপর বিষয়টির তদন্তে নামে ইডি। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, মানুষজনকে অবৈধভাবে আমেরিকা পাঠাতে ঠান্ডা মাথায় সমস্ত পরিকল্পনা করে এই পাচার চক্র। প্রাথমিকভাবে কানাডার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁদের ভর্তির ব্যবস্থা করা হয়। সেইমতো স্টুডেন্ট ভিসার বন্দোবস্ত করা হয়। আর একবার তাঁরা সেখানে পৌঁছে গেলে শুরু হয় পরের প্রক্রিয়া। কলেজে ভর্তি হওয়ার বদলে তাঁদের গোপনে সীমানা পার করিয়ে আমেরিকায় পৌঁছে দেওয়া হয়। এমনকী কানাডার যে কলেজগুলিতে ভর্তির ফি জমা দেওয়া হয়েছিল, পরে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়। এভাবেই কাজ করে পুরো চক্র। এর নেপথ্যে মুম্বই ও নাগপুরের দুই সংস্থা রয়েছে বলে অভিযোগ ইডির।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা