দেশ

আম্বেদকরকে নিয়ে শাহের মন্তব্যে ক্ষোভ, পদত্যাগ যোগীরাজ্যের সরকারি কর্মচারীর

নয়াদিল্লি: বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি। এবার এই ঘটনার প্রতিবাদে চাকরি থেকে ইস্তফা দিলেন রাকেশ কুমার শর্মা নামে যোগীরাজ্যের এক সরকারি কর্মী। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের জলকল বিভাগে কর্মরত ছিলেন তিনি। ৩৮ বছর ধরে ক্লার্ক হিসেবে কাজ করতেন আগ্রার তাজগঞ্জ ওয়ার্ডের তিন নম্বর জোনে। আরও কয়েক বছর চাকরি বাকি ছিল। কিন্তু সংবিধান প্রণেতার এই অপমান কিছুতেই মেনে নিতে পারলেন না রাকেশ। ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের হাতে ইস্তফা সংক্রান্ত চিঠি তুলে দেন। রাকেশের কথায়, ‘জাত বা ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা উচিত নয়। বাবাসাহেব ডাঃ ভীমরাও আম্বেদকরকে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। দেশের বীর সন্তানকে নিয়ে খারাপ মন্তব্য অত্যন্ত অপমানজনক। এই পরিস্থিতিতে আমি আর কাজ করতে চাই না।’ 
সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকাল একটা ফ্যাশন হয়েছে। সারাক্ষণ আম্বেদকর.....আম্বেদকর.....আম্বেদকর। এতবার যদি ঈশ্বরের বন্দনা করতেন তাহলে সাত জন্মের জন্য স্বর্গবাসের পুণ্য অর্জন হয়ে যেত!’ বৃহস্পতিবার শাহের মন্তব্যের তীব্র নিন্দা করলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বিজেডি সুপ্রিমোর তোপ, ‘ডাঃ বিআর আম্বেদকরের মতো এক বিশিষ্ট ব্যক্তিত্ব সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য খুব দুর্ভাগ্যজনক।’ গত বিধানসভা নির্বাচনে বিজেডিকে হারিয়ে মসনদ দখল করেছে গেরুয়া শিবির। নবীনের দাবি, মিথ্যের সাহায্যে ভোটে জয়ী হয়েছে বিজেপি। তাঁর কথায়, ‘এখন মানুষ বুঝতে পারছে যে বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে।’
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা